Breaking



Tuesday 19 November 2019

Bengali Online Mock Test : Current Affairs Part-3 for All Competitive Exam | Current Affairs MCQ in Bengali

Bengali Online Mock Test : Current Affairs Part-3 for All Competitive Exam | Current Affairs MCQ in Bengali 

Bengali Online Mock Test : Current Affairs Part-3 for All Competitive Exam | Current Affairs MCQ in Bengali
Bengali Online Mock Test : Current Affairs Part-3 for All Competitive Exam

হ্যালো বন্ধুরা,
          আজ তোমাদের জন্য থাকলো, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের উপর ২০নম্বরের একটি অনলাইন মকটেস্ট, যেটি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা WBCS | WB Police | ICDS | PSC | Rail ইত্যাদি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।


Kolom : Current Affairs - Part-3


  1. মঙ্গল স্যাট -1 নামক স্যাটেলাইটটি কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে ?

  2. চীন
    মঙ্গোলিয়া
    তিব্বত
    তুর্কি

  3. কোন ভারতীয় অর্থনীতিবিদ ভারতের কৃষিতে নারীদের অবদানের জন্য 'বালাজান প্রাইজ ২০১৭' পুরস্কার পেয়েছেন ?

  4. দেবিকা জৈন
    রোহিণী পাণ্ডে
    দীপালি যোশি
    বীণা আগরওয়াল

  5. নিম্নোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয় ? 

  6. দলাই লামা
    সিস্টার নির্মলা
    মাদার টেরেসা
    ডেশমন্ত টুটু

  7. নিম্নলিখিত কোন রাষ্ট্র প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ তে অংশ গ্রহণ করেছিল ?

  8. মরক্কো
    তুনিশিয়া
    মিশর
    আইসল্যান্ড

  9. কমনওয়েলথ গেমস ২০১৮ তে ভারত কতগুলি পদক পেয়েছিল ?

  10. ১৯৮
    ১৩৬
    ৬৬
    ৮২

  11. ২০১৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন -

  12. অমিতাভ বচ্চন
    সৌমিত্র চ্যাটার্জি
    শশী কাপুর
    বিনোদ খান্না

  13. ২০১৮ অস্কারের সেরা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ?

  14. Avenger 2
    Black Swan
    Gladiator
    Three Billboards

  15. ২০১৭ সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন -

  16. রঘুবির চৌধুরী
    ভালচন্দ্র নেমাদে
    কৃষ্ণা সবতি
    প্রতিভা রায়

  17. ৬৫ তম জাতীয় পুরস্কার ২০১৮ তে সেরা অভিনেতা হয়েছেন -

  18. রিদ্ধি সেন
    যীশু সেনগুপ্ত
    কৌশিক গাঙ্গুলি
    ঋত্বিক চক্রবর্তী

  19. ২০১৭ র প্রথমার্ধে বিশ্বের কোন রাষ্ট্র সর্বোচ্চ বাহ্যিক দেনাদার ?

  20. জিম্বাবোয়ে
    দক্ষিণ আফ্রিকা
    গ্রিস
    ইউনাইটেড স্টেটস



নম্বর জানার পর, সঠিক উত্তরগুলি দেখে নাও ঃ 1. মঙ্গোলিয়া, 2. বীণা আগরওয়াল, 3. মাদার টেরেস, 4. আইসল্যান্ড, 5. ৬৬, 6. বিনোদ খান্না, 7. Three Billboards, 8. কৃষ্ণা সবতি, 9. রিদ্ধি সেন, 10. ইউনাইটেড স্টেটস 


No comments:

Post a Comment