Breaking



Thursday 12 September 2019

West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF || West Bengal Police Practice Set || জেল পুলিশ প্র্যাকটিস সেট

West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF || West Bengal Police Practice Set || জেল পুলিশ প্র্যাকটিস সেট 


West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF || West Bengal Police Practice Set || জেল পুলিশ প্র্যাকটিস সেট
West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF

হ্যালো বন্ধুরা, 
           আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF - জেল পুলিশ প্র্যাকটিস সেট,সম্পূর্ণ সিলেবাসভিত্তিক। যেটির মধ্যে তোমরা,
জিকে থেকে ২৫টি, ইংরেজি থেকে ২৫টি, অঙ্ক থেকে ২০টি, জি.আই. থেকে ১০টি এবং কম্পিউটার থেকে ১০টি, অর্থাৎ মোট ৯০টি প্রশ্ন পাবে; যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে West Bengal Police Jail Warder পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

কিছু নমুনা ঃ

'হরিয়ানা হ্যারিকেন' নামে কে পরিচিত ?
ক. বীরেন্দ্র সেহওয়াগ
খ. শচীন তেন্ডুলকার 
গ. কপিল দেব
ঘ. মহেন্দ্র সিং ধোনি

 'গুরু তেজ বাহাদুর ট্রফি' কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক. ফুটবল
খ. ক্রিকেট
গ. হকি
ঘ. ব্যাডমিন্টন

Write the synonym of the word : 

 Abundance
A. habitual
B. profusion
C. unusual
D. special

 Genuine
A. real
B. unreal
C. similar
D. false

 দুধের মূল্য শতকরা ২৫% শতাংশ বেড়েছে ।  একজন গৃহকর্ত্রী সেই পূর্বের মূল্য দুধে খরচ করতে চাইলে তাকে শতকরা কত শতাংশ দুধ কম কিনতে হবে ?
ক. ১৮ %
খ. ২৫ %
গ. ২০ %
ঘ. ১৫ %

 ৬ বছরে দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি ব্যাংকে ৩০০০টাকা স্থায়ী আমানত রাখেন, স্থায়ী আমানতে সুদের হার কত ?
ক. ৩৬ %
খ. ৩৫ %
গ. ১৬.৬৬ %
ঘ. ৩৩.৫ %

 একটি ভাষাতে যদি ১২৩ মানে 'bright little boy' হয় এবং ১৪৫ মানে 'tall big boy' হয় এবং ৬৩৭ মানে 'beautiful Little Flower' হয় ,তাহলে bright শব্দটির অক্ষর কে চিহ্নিত করে ?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

 AZ, GT, MN, ?, YB : হলে, মাঝের শব্দটি কি হবে ?
ক. JH
খ. SH
গ. SK
ঘ. TS

 কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি ?
ক. দুটি 
খ. তিনটি 
গ. চারটি 
ঘ. পাঁচটি 

 কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ?
ক. হার্ডওয়্যার
খ. সফটওয়্যার 
গ. অপারেটিং সিস্টেম 
ঘ. এপ্লিকেশন 

 কম্পিউটারের সাথে অন্য সকল ইলেক্ট্রনিক যন্ত্রের বড় পার্থক্য কোনটি ?
ক. বিনোদন যন্ত্র 
খ. তথ্য বিনিময় যন্ত্র 
গ. হিসাবের যন্ত্র 
ঘ. প্রোগ্রামিং যন্ত্র 

 কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হত ?
ক. প্রোগ্রামিং এর 
খ. গণনার 
গ. লেখার 
ঘ. হিসাবের 

  হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি ?
ক. ল্যাপটপ 
খ. ডেক্সটপ 
গ. পামটপ 
ঘ. সুপার 

 সিপিইউকে কয় ভাগে ভাগ করা যায় ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

 মাইক্রোপ্রসেসরের কাজ কি ?
ক. তথ্য ইনপুট দেওয়া 
খ. তথ্য মুদ্রণ করা 
গ. তথ্য সংরক্ষণ করা 
ঘ. তথ্য প্রক্রিয়াকরণ করা 

 কম্পিউটারের অস্থায়ী মেমোরিকে বলা হয় -
ক. ROM
খ. RAM 
গ. হার্ডডিস্ক 
ঘ. ফ্লপি ডিস্ক 

 নীচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি ?
ক. হার্ডডিস্ক 
খ. সিডি 
গ. ম্যাগনেটিক রিবন 
ঘ. রম 

 কী-বোর্ডে কতকগুলি ফাংশন কী আছে ?
ক. ১২টি 
খ. ১০টি 
গ. ৮টি
ঘ. ৬টি

          সুতরাং আর সময় নষ্ট না করে West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF ডাউনলোড করে নাও।


File Details:
PDF Name : West Bengal Police Jail Warder Practice Set in Bengali PDF
Language : Bengali
Size : 5 mb 
No. of Pages : 8
Download Link : Click Here To Download


1 comment:

  1. Sir..bolchi aro besi besi wbp warder er practice set dile khub valo hoto besi din somoy nei sir..aro practic set din

    ReplyDelete