General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পিডিএফ (পর্ব:৬)
![]() |
General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams |
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, General Science Questions and Answers in Bengali PDF - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পিডিএফ। যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ একশোটা প্রশ্নোত্তর পাবে, যেটি তোমাদের WBCS/RAIL/MTS/CLERKSHIP/ICDS/WB POLICE এবং বিভিন্ন Competitve পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে General Science Questions and Answers in Bengali PDF-টি ডাউনলোড করে নাও।
➦ কিছু নমুনা প্রশ্ন ও উত্তরঃ
১. সুস্থ মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক শ্বেত-কণিকা থাকে ?
উত্তরঃ- ছয় হাজার থেকে আট হাজার
২. মানবদেহের পুষ্টির পর্যায় কয়টি ?
উত্তরঃ- পাঁচটি
৩. এলিফ্যান্টিইয়াসিস রোগ কোন প্রাণীর কামড়ে হয় ?
উত্তরঃ- স্ত্রী কিউলেক্স মশার
৪. কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা?
উত্তরঃ- মাছের
৫. হাইড্রার গমন অঙ্গের নাম কি?
উত্তরঃ- কর্ষিকা
৬. জিনের প্রধান উপাদানের নাম কি?
উত্তরঃ- ডি এন এ
৭. ‘পাইওরিয়া’ কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ- ভিটামিন সি
৮. আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি ?
উত্তরঃ- প্লীহা
৯. প্রতিদিন মানুষের মুত্র নিঃসরণের পরিমাণ কত ?
উত্তরঃ- পাঁচ লিটার
১০. ‘জেনেটিক্স’ শব্দের অবতারণা কে করেন ?
উত্তরঃ- মেন্ডেলা
File Details -
PDF Name : 100 General Sc [Part:6]
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download
সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে General Science Questions and Answers in Bengali PDF-টি ডাউনলোড করে নাও।
➦ কিছু নমুনা প্রশ্ন ও উত্তরঃ
১. সুস্থ মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক শ্বেত-কণিকা থাকে ?
উত্তরঃ- ছয় হাজার থেকে আট হাজার
২. মানবদেহের পুষ্টির পর্যায় কয়টি ?
উত্তরঃ- পাঁচটি
৩. এলিফ্যান্টিইয়াসিস রোগ কোন প্রাণীর কামড়ে হয় ?
উত্তরঃ- স্ত্রী কিউলেক্স মশার
৪. কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা?
উত্তরঃ- মাছের
৫. হাইড্রার গমন অঙ্গের নাম কি?
উত্তরঃ- কর্ষিকা
৬. জিনের প্রধান উপাদানের নাম কি?
উত্তরঃ- ডি এন এ
৭. ‘পাইওরিয়া’ কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ- ভিটামিন সি
৮. আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি ?
উত্তরঃ- প্লীহা
৯. প্রতিদিন মানুষের মুত্র নিঃসরণের পরিমাণ কত ?
উত্তরঃ- পাঁচ লিটার
১০. ‘জেনেটিক্স’ শব্দের অবতারণা কে করেন ?
উত্তরঃ- মেন্ডেলা
File Details -
PDF Name : 100 General Sc [Part:6]
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment