Breaking



Tuesday 6 August 2019

Railway Exam Notes : 100 Important Questions and Answers in Bengali PDF for Group D and NTPC Exams - রেলওয়ে পরীক্ষার প্রশ্ন ও উত্তর

Railway Exam Notes : 100 Important Questions and Answers in Bengali PDF for Group D and NTPC Exams - রেলওয়ে পরীক্ষার প্রশ্ন ও উত্তর  

Railway Exam Notes : 100 Important Questions and Answers in Bengali PDF for Group D and NTPC Exams - রেলওয়ে পরীক্ষার প্রশ্ন ও উত্তর
100 Important Questions and Answers in Bengali PDF for Group D and NTPC Exams

হ্যালো স্টুডেন্টস্,
                     আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Railway Exam Special 100 Important Questions and Answers in Bengali PDF ; যেটি তোমাদের রেলের সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতিকে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা এই পিডিএফটির মধ্যে মোট ১০০টি প্রশ্ন ও উত্তর পাবে।


কিছু নমুনা ঃ 

১. ভারতের সংবিধান সংশোধন করা হয় কোন ধারা অনুসারে ?
উত্তরঃ ৩৬৮ নং ধারা

২. ‘World is a Stage’ – এটি কার উক্তি ?
উত্তরঃ শেক্সপীয়রের

৩. সিউডোমোনাস কি ?
উত্তরঃ ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়া

৪. ভারতের কোন রাজ্যকে ‘প্যালেস অন হুইল’ বলা হয় ?
উত্তরঃ রাজস্থান

৫. ভৈরব গাঙ্গুলি কোন ক্ষেত্রে বিখ্যাত ?
উত্তরঃ যাত্রা

৬. পশ্চিমবঙ্গের প্রথম বিচার ও আইনমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ মোহিনী মোহন বর্মন

৭. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি ?
উত্তরঃ ইরাক

৮. কুতুবমিনার নির্মিত হয় কত সালে ?
উত্তরঃ ১২৩১ সালে

৯. কত সালে মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হন ?
উত্তরঃ ১৯৪৮ সালে

১০. উট কতদিন জল ছাড়া থাকতে পারে ?
উত্তরঃ  ৩০ দিন

                সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে Railway Exam Special 100 Important Questions and Answers in Bengali PDF-টি ডাউনলোড করে নাও।


File Details -
PDF Name : Railway Exam Special 100 Important Questions and Answers
Language : Bengali
Size : 3 mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download


2 comments: