Breaking



Sunday 28 July 2019

Railway Exam : Railway Group D Practice Set PDF in Bengali Part-5 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পিডিএফ

Railway Exam : Railway Group D Practice Set PDF in Bengali Part-5 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পিডিএফ 

Railway Exam : Railway Group D Practice Set PDF in Bengali Part-5 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পিডিএফ
Railway Exam : Railway Group D Practice Set PDF in Bengali Part-5 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পিডিএফ 

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Railway Group D Practice Set PDF in Bengali, সম্পূর্ণ সিলেবাসভিত্তিক প্রশ্নাবলী পাবে। তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে পাবে, জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ ও অঙ্ক থেকে ২৫টি করে মোট ১০০টি প্রশ্ন। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে সমৃদ্ধশালী করে তুলতে পারবে।

কিছু নমুনা প্রশ্নাবলী ঃ 

১. কালো সীসা কাকে বলে ঃ 
ক. পাপড়ি
খ . ডিম্বাশয়
গ. ফুলের পুংদন্ড
ঘ. এগুলির কোনাটিই নয়

২. কোন রাশির একক ডাইন-সেকেন্ড ঃ
ক. বল
খ. ভরবেগ
গ. শক্তি
ঘ. ক্ষমতা

৩. সঞ্চয় কোশে কি সঞ্চিত হয় ঃ
ক. তড়িৎ আধান
খ. তড়িৎ বিভব
গ. সিসা বা অন্য কোন ধাতু
ঘ. রাসায়নিক শক্তি

৪. অলকা হল মালার থেকে বড় এবং গোপাল মালার থেকে বড় কিন্তু অলকার থেকে ছোট , কপিল হল রাম এবং মালা থেকে ছোট, মালা রাম এর থেকে বড় হলে, সব থেকে ছোট কে ?
ক. মালা
খ. রাম
গ. অলকা
ঘ. কপিল

৫. ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে ১০ যোগ করলে যোগফল ৪৮,৭২,৮৪ দ্বারা বিভাজ্য হবে ?
ক. ১০০৮
খ. ১০১৮
গ. ৯৯৮
ঘ. ৯৯০

৬. তিন অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ১৫ এবং ১৮০০,সংখ্যা জোড়া কত ?
ক. ১২০,২২৫
খ. ১৮০,৩০০
গ. ১৫০,১৮০
ঘ. ১৫০,৩০০

৭. কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে ঃ
ক. লাহোর
খ. কলকাতা
গ. চেন্নাই
ঘ. মুম্বাই

৮. ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী আছে ঃ
A. হিমাচল প্রদেশ
B. বিহার
C. উত্তরপ্রদেশ
D. জম্মু-কাশ্মীর

              সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে Railway Group D Practice Set PDF in Bengali Part-5-টি ডাউনলোড করে নাও।



File Details -
PDF Name : Railway Group D Practice Set 5
Language : Bengali
Size : 2 mb
No. of Pages : 8
Download Link : Click Here To Download



1 comment: