Breaking



Wednesday 28 August 2019

380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF For Primary TET Exam || পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

হ্যালো স্টুডেন্টস্,
                     আজ তোমাদের জন্য থাকলো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, 380+ Environment Science MCQ Questions And Answers In Bengali PDF, যেটির মধ্যে তোমরা সারিবদ্ধভাবে পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে ৩৮০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাবে।

              যেটি তোমাদের Primary TET পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্ন ও উত্তরঃ

ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে ?
ক. ১৯৭২
খ. ১৯৮৬ 
গ. ১৯৫৭
ঘ. ১৯৮৭

জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
ক. মিথেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ড্রাই অক্সাইড 

বায়ু কি পদার্থ ?
ক. মৌলিক পদার্থ
খ. যৌগিক পদার্থ
গ. মিশ্র পদার্থ 
ঘ. জলীয় পদার্থ

সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
ক. অন্ধ্রপ্রদেশে
খ. হিমাচল প্রদেশে
গ. কেরালাতে 
ঘ. মধ্যপ্রদেশে

'আরণ্যক' উপন্যাসটির রচয়িতা কে ?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
ঘ. জীবনানন্দ দাশ

নিম্নলিখিত কোন অঙ্গ সিলিকোসিস অসুখে আক্রান্ত হয় ?
ক. ফুসফুস 
খ. হৃৎপিণ্ড
গ. যকৃত
ঘ. গলা

'ক্লাব অফ রোম' কত সালে গঠিত হয় ?
ক. ১৯৮৮
খ. ১৯৬৮ 
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৫

'The Origin of Species' -বইটির লেখক কে ?
ক. ল্যামার্ক
খ. ডারউইন 
গ. নিউটন
ঘ. দ্রিস

তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করে ঃ
ক. টমাস এডসিন
খ. হেনরি ব্যাকারেল 
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. অ্যাইজেক নিউটন

নগ্ন জিন বলা হয় ঃ
ক. প্রোটিনকে
খ. স্নেহপদার্থকে
গ. শর্করাকে
ঘ. নিউক্লিক অ্যাসিডকে 

              সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 380+ Environment Science MCQ Questions And Answers in Bengali PDF -টি ডাউনলোড করে নিন।


File Details -
PDF Name : 380+ Environment Science MCQ for TET 
Language : Bengali
Size : 8 mb
No. of Pages : 19
Download Link : Click Here To Download

(কপিরাইটের সমস্যার জন্যে ৩৮০টি MCQ প্রশ্নের পিডিএফটি তুলতে নেওয়া হয়েছে আর তার পরিবর্তে ৫০টি MCQ প্রশ্নের পিডিএফটি শেয়ার করা হয়েছে)

3 comments: