100+ Bengali General Knowledge Questions and Answers PDF for ICDS, Group D, NTPC, WBP Excise Constable, SI, PSC Clerk, PSC Miscellaneous and All Competitive Exams - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পিডিএফ
হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের জন্য আজ থাকলো, 100+ Bengali General Knowledge Questions and Answers PDF - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পিডিএফ, যেটির মধ্যে তোমরা জেনারেল নলেজ থেকে মোট ১১২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পাবে; আর যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে ICDS, Group D, NTPC, WBP Excise Constable, SI, PSC Clerk, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষাসহ সমস্ত Competitive Exam -র প্রস্তুতি নিতে পারবে।
কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ
১. জাহাজের গতিবেগ মাপার এককের নাম কি ?
উত্তরঃ নট
২. রামকৃষ্ণ মিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল ?
উত্তরঃ বিবেকানন্দের
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান কোনটি ?
উত্তরঃ ‘জ্বল জ্বল চিতা দ্বিগুণ’
৪. কোন কবিকে ‘পদাতিক কবি’ বলা হয় ?
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়কে
৫. ‘ম্যাকবেথ’ নাটকটি কার লেখা ?
উত্তরঃ শেক্সপিয়র
৬. কে ‘কালো মুক্ত’ নামে খ্যাত ?
উত্তরঃ পেলে
৭. ভারতে ‘সেনা দিবস’ কবে পালন করা হয় ?
উত্তরঃ ১৫ই জানুয়ারি
৮. ভিটামিন ডি-র অভাবে বয়স্কদের কি রোগ হয় ?
উত্তরঃ অস্টিওম্যালেসিয়া
৯. ‘শুধু একটি বছর’ ছবির পরিচালক কে ?
উত্তরঃ উত্তম কুমার
১০. ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত ?
উত্তরঃ প্যারিসে
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 100+ Bengali General Knowledge Questions and Answers PDF -টি ডাউনলোড করে নাও।
Language : Bengali
Size : 3mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download
কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ
১. জাহাজের গতিবেগ মাপার এককের নাম কি ?
উত্তরঃ নট
২. রামকৃষ্ণ মিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল ?
উত্তরঃ বিবেকানন্দের
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান কোনটি ?
উত্তরঃ ‘জ্বল জ্বল চিতা দ্বিগুণ’
৪. কোন কবিকে ‘পদাতিক কবি’ বলা হয় ?
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়কে
৫. ‘ম্যাকবেথ’ নাটকটি কার লেখা ?
উত্তরঃ শেক্সপিয়র
৬. কে ‘কালো মুক্ত’ নামে খ্যাত ?
উত্তরঃ পেলে
৭. ভারতে ‘সেনা দিবস’ কবে পালন করা হয় ?
উত্তরঃ ১৫ই জানুয়ারি
৮. ভিটামিন ডি-র অভাবে বয়স্কদের কি রোগ হয় ?
উত্তরঃ অস্টিওম্যালেসিয়া
৯. ‘শুধু একটি বছর’ ছবির পরিচালক কে ?
উত্তরঃ উত্তম কুমার
১০. ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত ?
উত্তরঃ প্যারিসে
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 100+ Bengali General Knowledge Questions and Answers PDF -টি ডাউনলোড করে নাও।
File Details -
PDF Name : 100+ Bengali General Knowledge - Part:2 Language : Bengali
Size : 3mb
No. of Pages : 4
Download Link : Click Here To Download
Excise police pdf
ReplyDelete