Breaking



Friday 24 May 2019

General Science Questions and Answers in Bengali PDF for Competitive Exams

General Science Questions and Answers in Bengali PDF - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পিডিএফ for Competitive Exams [পর্ব-3]

General Science Questions and Answers in Bengali PDF - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পিডিএফ for Competitive Exams
General Science Questions and Answers in Bengali PDF for Competitive Exams

হ্যালো স্টুডেন্টস্,
                    কেমন আছো, তোমারা সকলে ? নিশ্চয়ই খুব ভালো।আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, 100 General Science Questions and Answers in Bengali PDF, যেটা তোমাদের বিভিন্ন Competitive পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।



                    কারণ তোমরা জানোই যে, Competitive Exam এর একটা কমন টপিক হলো এই General Science - সাধারণ বিজ্ঞান। তোমরা এই পিডিএফ সেটটির মধ্যে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর পাবে।সুতরাং সময় নষ্ট না করে, নীচে দেওয়া লিঙ্ক থেকে General Science Questions and Answers in Bengali PDF ডাউনলোড করে স্টাডি শুরু করে দাও।

কিছু নমুনা প্রশ্নোত্তর :

☞ চোখে যে ‘সুরমা’ লাগানো হয়, তা আসলে কি ?
উত্তর : গুঁড়ো স্টিবনাইট খনিজ 

☞ ফল ও সব্জিতে কোন ভিটামিন থাকে ?
উত্তর : ভিটামিন সি 

 সালফারের বিশেষ পরিচিতি দুটি বহুরুপের নাম কি ?
উত্তর : রোম্বিক সালফার ও মনোক্লিনিক সালফার 

☞ কার্বন ছাড়া আর কোন মৌলের বহুরুপতা আছে ?
উত্তর : সালফারের 

☞ আলোকের যে প্রতিফলনের জন্য পুকুর পাড়ের গাছের ছায়া আঁকাবাঁকা দেখা যায়, তাকে কি বলে ?
উত্তর : বিক্ষিপ্ত প্রতিফলন 

 বায়ুর চাপ সাধারনত কোন এককে প্রকাশ করা হয় ?
উত্তর : মিলিবার এককে 

☞ সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ?
উত্তর : পারদ

☞ সবথেকে শক্ত বস্তু - হীরা 

 চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি ?
উত্তর : সবুজ গ্রন্থি 

 গ্লিসারিন দ্রবীভূত হয় না - জলেতে


No comments:

Post a Comment