Breaking



Tuesday 28 May 2019

350+ Physics MCQ Questions and Answers in Bengali PDF - পদার্থবিদ্যা প্রশ্ন ও উত্তর

350+ Physics MCQ Questions and Answers in Bengali PDF - পদার্থবিদ্যা প্রশ্ন ও উত্তর for Competitive Exam

350+ Physics MCQ Questions and Answers in Bengali PDF - পদার্থবিদ্যা প্রশ্ন ও উত্তর
350+ Physics MCQ Questions and Answers in Bengali PDF - পদার্থবিদ্যা প্রশ্ন ও উত্তর 

Hello বন্ধুরা,
                   আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, 350+ Physics MCQ Questions and Answers in Bengali PDF - পদার্থবিদ্যা প্রশ্ন ও উত্তর পিডিএফ। যেটা তোমাদের বিভিন্ন রকম Competitive পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।

                 অতএব, সময় নষ্ট না করে, নিচের দেওয়া লিঙ্ক থেকে Physics MCQ PDF in Bengali ডাউনলোড করে নাও।

■ কিছু নমুনা প্রশ্ন :

১. রামধনুর সাতটি রঙের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
ক] নীল
খ] লাল 
গ] সবুজ 
ঘ] হলুদ 

২. বায়ু কোন ধরনের পদার্থ ?
ক] যৌগিক পদার্থ 
খ] মিশ্র পদার্থ 
গ] মৌলিক পদার্থ 
ঘ] পরিবর্তনশীল 

৩. কমাঙ্ক কোন এককে মাপা হয় ?
ক] ডেসিবেল 
খ] ক্যান্ডেলা 
গ] মিটার 
ঘ] হার্জ 

৪. হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেকট্রন আছে ?
ক] একটি 
খ] চারটি 
গ] দুইটি 
ঘ] আটটি 

৫. সৌর কোশ কি দিয়ে তৈরী হয় ?
ক] জার্মেনিয়াম 
খ] হিলিয়াম 
গ] সিলিকন ও জার্মেনিয়াম 
ঘ] সিলিকন 

৬. কোন ধাতুটির উপর আলো পড়লে রোধ কমে যায় ?
ক] সেলিনিয়াম 
খ] তামা 
গ] উলফ্রেমাইট 
ঘ] বিসমাথ

৭. কাকে ক্যালকুলাসের জনক বলা হয় ?
ক] জন ডালটন 
খ] গ্যালিলিও 
গ] নিউটন
ঘ] কেপলার 

৮. নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি ?
ক] জল 
খ] ইথার 
গ] বেঞ্জিন
ঘ] পারদ 

৯. নিচের কোন অধাতুটি তরিতের সুপরিবাহী ?
ক] কার্বন আস 
খ] হীরক 
গ] গ্রাফাইট 
ঘ] সালফার 

১০. মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ ?
ক] বিচ্ছুরণ 
খ] প্রতিসরণ 
গ] প্রতিবিম্ব 
ঘ] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন


■ নিচের দেওয়া লিঙ্ক থেকে PDF -টি ডাউনলোড করে নাও, ওতে তোমরা প্রশ্নগুলি উত্তরসহ পেয়ে যাবে ■

File Details -
PDF Name : 350+ Physics MCQ
Language : Bengali
Size : 6 mb
😢 আমরা ভীষণভাবে ক্ষমাপ্রার্থী, কপিরাইটের কারণে ডাউনলোড লিঙ্ক তুলে নেওয়া হয়েছে 😢 


4 comments:

  1. Science ar chapterwise pdf dile subidha hoy.r mcq gulo te directly ans daoa thakle porte subidha hoy.

    ReplyDelete
  2. পদার্থের গঠন chapter er short question gulo dile valo hoi

    ReplyDelete
  3. Chemistry te Physics-chemistry mixture keno?

    ReplyDelete
  4. Please sir 350 physics MCQ kon Khan theke paboo please sir reply me😭😭

    ReplyDelete