সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | 150+ General Science Questions Answers in Bengali PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বাছাই করা ১৫০টিরও বেশি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
নমুনা প্রশ্ন উত্তর-
■ চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সবুজ গ্রন্থি।
■ সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ?
উত্তরঃ পারদ।
■ আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ ম্যালপিজিয়ান নালিকা।
■ অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সংকোচী গহ্বর।
■ বৃক্কের ভেতরের স্তরকে কি বলে ?
উত্তরঃ মেডালা।
■ বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি ?
উত্তরঃ কুলম্ব।
■ বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি ?
উত্তরঃ অ্যাম্পিয়ার।
■ বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?
উত্তরঃ নেফ্রন।
সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 150+ General Science Questions Answers
Language : Bengali
Size : 04 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
Sir,I am very helpful from this post.
ReplyDeleteThank You Dear....
DeleteVery nice work sir/madam.. Please give more science question and answers for railway exams.
ReplyDeleteVery useful website to preparation for competitive exams.. Respected Sir, my humble requested please give us science Bengali pdf for the railway examinations.
ReplyDeleteYOU PEOPLE ARE DOING GREAT JOB
ReplyDeleteNice work, chapter wise question set gulo thkle vlo hoy , mainly physical science er
ReplyDelete