WB ICDS Supervisor Exam Practice Set PDF in Bengali - ICDS পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর - Health Related MCQ in Bengali - ICDS সুপারভাইজর পরীক্ষার প্র্যাকটিস সেট
![]() |
WB ICDS Supervisor Exam Practice Set PDF in Bengali - ICDS পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর |
হ্যালো স্টুডেন্টস্,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো, 150 নাম্বারের WB ICDS Supervisor Exam Practice Set PDF in Bengali - ICDS পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর।তবে এই প্র্যাকটিস সেটটির মধ্যে তোমরা পাবে, শুধুমাত্র Health/স্বাস্হ্য সম্পর্কিত প্রশ্নোত্তর।তোমরা খুব ভালো করে জানোই যে Health/স্বাস্হ্য হলো এই পরীক্ষার একটি অন্যতম টপিক।তাই আমরা আশা করবো, এই পিডিএফ সেটটি তোমরা প্র্যাকটিস করলে তোমাদের ভীষণ উপকার হবে।
কি ধরনের প্রশ্ন পিডিএফের মধ্যে পাবে, তার কিছু নমুনা দেওয়া হলো :
1. 'মায়োপিয়া' শরীরের কোন অঙ্গের রোগ ?
[a] হাড়
[b] যকৃত
[c] চোখ
[d] দাঁত
2. 'রিকেট' রোগের প্রভাব কোথায় পরে ?
[a] চোখে
[b] হাড়ে
[c] দাঁতে
[d] মস্তিষ্কে
3. 'রাতকানা' রোগের কারণ কোন ভিটামিনের অভাব ?
[a] ভিটামিন A
[b] ভিটামিন K
[c] ভিটামিন C
[d] ভিটামিন D
4. মানব হৃদপিন্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ?
[a] ডান অলিন্দ
[b] ডান নিলয়
[c] বাম অলিন্দ
[d] বাম নিলয়
5. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ?
[a] অগ্ন্যাশয়
[b] পিত্তাশয়
[c] যকৃত
[d] প্লীহা
6. পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্য বস্তু শোষিত হয় ?
[a] যকৃত
[b] ক্ষুদ্রান্ত্র
[c] বৃহদন্ত্র
[d] অগ্ন্যাশয়
7. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?
[a] ফিমার
[b] সেলিয়াস
[c] রেডিয়াম
[d] পঞ্জরাস্থি
8. মানবদেহের মেরুদন্ডে কশেরুকার সংখ্যা কয়টি ?
[a] 12 টি
[b] 24 টি
[c] 33 টি
[d] 38 টি
9. দেহের প্রতিটি কোশে অক্সিজেন পৌছে দেওয়ার কাজটি রক্তের কোন অংশ করে ?
[a] লোহিত কণিকা
[b] শ্বেত কণিকা
[c] অনুচক্রিকা
[d] রক্তরস
10. কোন পর্দা দ্বারা হৃদপিন্ড আচ্ছাদিত থাকে ?
[a] এপিডারমিস
[b] পেরিকার্ডিয়াম
[c] ডারমিস
[d] এপিকার্ডিয়াম
File Details -
PDF Name : WB ICDS Supervisor Exam Practice Set PDFLanguage : Bengali
Size : 7 mb
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment