WBPSC Clerkship Practice Set 2 PDF in Bengali - ক্লার্কশীপ পরীক্ষার প্র্যাকটিস সেট
![]() |
WBPSC Clerkship Practice Set 2 PDF in Bengali - ক্লার্কশীপ পরীক্ষার প্র্যাকটিস সেট |
হ্যালো স্টুডেন্টস্,
আজ তোমাদের জন্য থাকলো, 100 নাম্বারের WBPSC Clerkship Practice Set 2 PDF in Bengali - ক্লার্কশীপ পরীক্ষার প্র্যাকটিস সেট।যেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা বুস্ট করে তুলতে পারবে।আর তোমরা এই পিডিএফ সেটটির মধ্যে পাবে, জেনারেল নলেজ থেকে 50টি এবং অঙ্ক 50টি মোট 100টি প্রশ্ন, অর্থাৎ 100নাম্বারের সেট।আর হ্যাঁ, এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রি, তাই বেশি দেরী না করে পিডিএফটি ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দাও।
পিডিএফটির মধ্যে কি রকম ধরনের প্রশ্ন থাকবে,তার কিছু নমুনা দেওয়া হলো :
■ জেনারেল নলেজ :
1. 'মৌমাছি' -কোন সাহিত্যকের ছদ্মনাম :
[a] রবীন্দ্রনাথ ঠাকুর
[b] বিমল ঘোষ
[c] অখিল নিয়োগী
[d] সমরেশ বসু
2. 'গঙ্গা অ্যাকশন প্ল্যান' তৈরি হয় কত সালে :
[a] 1980 সালে
[b] 1970 সালে
[c] 1974 সালে
[d] 1984 সালে
3. 'পুতুল নাচের ইতিহাস' কার লেখা :
[a] মানিক বন্দ্যোপাধ্যায়
[b] ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
[c] রমাপদ চৌধুরী
[d] উমা বাসুদেব
4. HSBC ব্যাঙ্কের উৎপত্তি স্থল :
[a] ফ্রান্স
[b] হংকং
[c] আমেরিকা
[d] নেদারল্যান্ড
5. 'হরিয়ানা হ্যারিকেন' নামে পরিচিত :
[a] বীরেন্দ্র সেহওয়াগ
[b] শচীন তেন্ডুলকার
[c] কপিল দেব
[d] মহেন্দ্র সিং ধোনি
■ ম্যাথমেটিক্স :
6. অরুপ একটা নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ করে | যদি সে অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় সম্পুর্ন করে, তাহলে দুটি গতিবেগের অনুপাত কত ?
[a] 4 : 1
[b] 1 : 4
[c] 2 : 1
[d] 1 : 2
7. যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে-আসলে 16 গুন হয়,তবে বার্ষিক সুদের হার কত ?
[a] 100%
[b] 150%
[c] 50%
[d] 75%
8. চার অঙ্কের সংখ্যা গুলির মধ্যে 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা -
[a] 9992
[b] 9996
[c] 9898
[d] 9990
9. যদি 1st জানুয়ারি 2017 সোমবার হয়, তাহলে 1st জানুয়ারি 2018 কি বার হবে -
[a] সোমবার
[b] মঙ্গলবার
[c] বুধবার
[d] রবিবার
10. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুন বৃদ্ধি করা হলে,ক্ষেত্রফল কতগুণ হবে ?
[a] 15 গুন
[b] 16 গুন
[c] 17 গুন
[d] 18 গুন
File Details -
PDF Name : WBPSC Clerkship Practice Set 2
Language : Bengali
Size : 5 mb
Download Link : Click Here To Download
PDF Name : WBPSC Clerkship Practice Set 2
Language : Bengali
Size : 5 mb
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment