Breaking



Wednesday 6 March 2019

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions and Answers in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions Answers in Bengali PDF
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বাছাই করা ২০০টিরও বেশি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

নমুনা প্রশ্ন উত্তর-

■ মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে ?
উত্তরঃ হরমোন।

■ দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় ?
উত্তরঃ মাইটোসিস।

■ কোন পাখি পিছন দিকে উড়তে পারে ?
উত্তরঃ হামিং বার্ড।

■ চোখের কত অংশ বাইরে উন্মোচিত থাকে ?
উত্তরঃ ৬ ভাগের ১ অংশ।

■ পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ওপেন হেমার।

■ আলকাতরা কি থেকে তৈরী হয় ?
উত্তরঃ কয়লা।

■ রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না ?
উত্তরঃ অনু।

■ আয়োডিন বেশি থাকে ?
উত্তরঃ সমুদ্রের মাছে। 

■ কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ?
ভিটামিন ডি।

সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 200+ General Science Questions Answers
Language : Bengali
Size : 05 mb 
No. of Pages : 07
Download Link : Click Here To Download


6 comments: