ইতিহাস প্রশ্ন উত্তর PDF | History Questions Answers in Bengali PDF
![]() |
ইতিহাস প্রশ্ন উত্তর PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ইতিহাস বিষয় থেকে বাছাই করা ১১৮টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি আপনাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
নমুনা প্রশ্ন উত্তর-
■ 'কৌলিন্য প্রথা' কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বল্লাল সেন।
■ শাহজাহানের পূর্ব নাম কি ছিল ?
উত্তরঃ খুররম।
■ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে।
■ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তরঃ ত্রিপিটক।
■ আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ আবুল ফজল।
■ বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম কি ?
উত্তরঃ বরুণ।
■ নিগম কথার অর্থ কি ?
উত্তরঃ বণিক সংঘ।
■ শশাঙ্কের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কর্ণসুবর্ণ।
সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 118 History Questions Answers
Language : Bengali
Size : 05 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
Fine
ReplyDelete