জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - GK Questions and Answers in Bengali for Competitive Exams (পর্ব-2)
![]() |
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - GK - কলম |
আজও আমরা তোমাদের সাথে শেয়ার করবো, ২০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।কারণ তোমরা খুব ভালো করেই জানো যে,বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার একটা অন্যতম টপিক হলো, সাধারণ জ্ঞান/জি.কে./General Knowledge.
১. বাড়িতে গরম জল সরবরাহ ব্যবস্থায় তাপ শক্তি বন্টিত হয় মূলত :
উত্তর : পরিচলনের দ্বারা
২. 'টিম আউট' শব্দটি কোন খেলার সঙ্গে জিক্ত :
উত্তর : ভলিবল
৩. ভারতের প্রথম প্রতিরিক্ষা মন্ত্রী ছিলেন :
উত্তর : বলদেব সিং
৪. বঙ্গ-বিভাগ কোন প্রশাসকের সময় করা হয়েছিল :
উত্তর : লর্ড কার্জন
৫. 'সতীশ গুজরাল' কিসের সাথে যুক্ত :
উত্তর : ছবি আঁকা
৬. রাষ্ট্রপুঞ্জের পতাকায় কি কি রং থাকে :
উত্তর : নিল ও হলুদ
৭. 'লাভার্স নেস্ট' পেইন্টিংটি কার আঁকা :
উত্তর : ভ্যান গগের
৮. দৃশ্যমান বর্ণালীতে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণটি হচ্ছে :
উত্তর : বেগুনী
৯. 'দক্ষিণের মনু' কাকে বলা হয় :
উত্তর : সন্ধ্যাকর নন্দীকে
১০. মানুষের মেরুদন্ডে কত গুলি হাড় থাকে :
উত্তর : ৩৩টি
১১. ক্রিকেটে ভারত প্রথম কোন দেশের বিরুদ্ধে খেলে :
উত্তর : ইংল্যান্ড
১২. প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন :
উত্তর : ডি. আইসেন হাওয়ার
১৩. প্রথম কোন ভারতীয় যিনি এভারেস্ট জয় করেছিলেন :
উত্তর : শেরপা তেনজিং নোরগে
১৪. জমিতে সার হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয় :
উত্তর : আমোনিয়াম সালফেট
১৫. মিথেন হল -
উত্তর : সমযোজী যৌগ
১৬. নামিবিয়ার মুদ্রার নাম :
উত্তর : র্যান্ড
১৭. 'Sugar bowl of World' নাম কোন দেশ খ্যাত :
উত্তর : কিউবা
১৮. নিম্নমুখী জলবিন্দু গোলাকৃতি ধারণ করে কেন :
উত্তর : উপরিতল টানের জন্য
১৯. ভারতীয় সংবিধানের ৩৫৬ নং ধারাটি কিসের সঙ্গে যুক্ত :
উত্তর : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ের সঙ্গে
২০. জাপানের পার্লামেন্টকে বলা হয় :
উত্তর : ডায়েট
পোস্টটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও
nice
ReplyDeleteThank You...
Deleteভারতীয় সংস্কৃতি জেনারেল নলেজ er question deben
ReplyDeleteWebsite a deoya achhe....
Delete