Breaking



Friday 22 February 2019

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর - Environmental Science

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF - Environmental Science  MCQ Questions Answers in Bengali for Competitive Exams 

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

হ্যালো স্টুডেন্টস্,
                    আজ তোমাদের সাথে শেয়ার করবো,পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা 20টি MCQ প্রশ্ন ও উত্তর,যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে,সেহেতু আশা করছি এই সকল প্রশ্ন গুলি তোমাদের খুব সাহায্য করবে।

১. পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় -
ক) দুভাগে
খ) পাঁচভাগে
গ) তিনভাগে
খ) এর কোনটাই নয়

২. সমাজিল পরিবেশের মূল উপাদান -
ক) ব্যক্তি ও অর্থ
খ) পরিবার ও সমাজ
গ) পরিবার ও ব্যক্তি
ঘ) এর কোনটাই নয়

৩. সাংস্কৃতিক নৃ-বিজ্ঞানকে ভাগ করা যায় -
ক) চারটি  ভাগে
খ) দুভাগে
গ) তিনটি ভাগে
ঘ) এর কোনটাই নয়

৪. প্রাণের সূচনা হয়,প্রায় -
ক) ৪০০ বছর আগে
খ) ৩০০ বছর আগে
গ) ১৫০ বছর আগে
ঘ) ২০০ বছর আগে

৫. আমাদের দেশে ১৯৯১ থেকে ১৯৯৫ সালের মধ্যে মোট কত বর্গকিমি বনাঞ্চল ধ্বংস করা হয়েছে -
ক) ৫০৭ বর্গকিমি
খ) ৮০০ বর্গকিমি
গ) ৩০০ বর্গকিমি
ঘ) কোনটাই নয়

৬. আমাদের দেশে কত বর্গকিমি বনাঞ্চলে পরিপূর্ণ ?
ক) প্রায় ১১৮০৬ বর্গকিমি
খ) প্রায় ১১৮৯৯ বর্গকিমি
গ) প্রায় ১১৮৭৯ বর্গকিমি
ঘ) কোনটাই নয়

৭. কত সালে পরিবেশ বিষয় সচেতনতা বৃদ্ধি করবার জন্য স্টকহোমে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল ?
ক) ১৯৮০ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭২ সালে

৮. কোন সালে পরিবেশ রক্ষা পরিকল্পনা গ্রহণের জন্য গ্রো হারলাম ব্র্যান্ড ল্যান্ডকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করা হয়েছিল ?
ক) ১৯৯৯ সালে
খ) ১৯৮৩ সালে
গ) ১৯৮৭ সালে
ঘ) ১৯৮০ সালে

৯. পরিবেশ আইন,নিয়ন্ত্রণ ও জলদূষণ-রোধ আইন শুরু হয়েছিল -
ক) ১৯৭৪ সালে
খ) ১৯৭৭ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭১ সালে

১০. পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়েছিল -
ক) ১৯৮৫ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৯০ সালে

১১. প্রথম আন্তর্জাতিক সম্মেলন জাহা বসুন্ধরা সম্মেলন নাম পরিচিত কত সালে স্টকহোমে হয়েছিল ?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৬৫ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) এর কোনটাই নয়

১২. কতগুলি বিষয়কে ভুমিকম্পের কারণ হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছিল ?
ক) ৫টি বিষয়কে
খ) ৩টি
গ) ৪টি
ঘ) এর কোনটাই নয়

১৩. পৃথিবীর মধ্যে গবাদিপশু মাংসের ব্যবহার সবচেয়ে বেশি হয় -
ক) আর্জেন্টিনা ও উরুগুয়েতে
খ) আর্জেন্টিনা ও ভারতে
গ) আর্জেন্টিনা ও চিনে
ঘ) এর কোনটাই নয়

১৪. তীব্র প্রাবল্য যুক্ত শব্দ যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ও দূষণ সৃষ্টিকারী,সুরবর্জিত,তাকে কি বলে ?
ক) বায়ুদূষণ
খ) শব্দদূষণ
গ) জলদূষণ
ঘ) ভূমিদূষণ

১৫.বিষাক্ত সাপ কামড়ালে যে ঔষধ ব্যবহার করা হয় -
ক) অ্যান্টিনোড 
খ) অ্যান্টিভেনম 
গ) অ্যান্টিবায়োটিক 
ঘ) এর কোনটাই নয় 

১৬. পরিবেশের যে সমস্ত উপাদানের ওপর মানুষের চাহিদা ও সামাজিক উদ্দেশ্য নির্ভর করে -
ক) সম্পদ
খ) অরণ্য
গ) বৃক্ষ
ঘ) জল

১৭. প্রকৃতিতে সমস্ত জীবগোষ্ঠী জড় উপাদান নিয়ে প্রকৃতির নিজস্ব উপায়ে সৃষ্ট পরিবেশকে কি বলে ?
ক) সাংস্কৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) প্রাকৃতিক পরিবেশ
ঘ) এর কোনটাই নয়

১৮. প্রাণীজগৎ ও প্রাকৃতিক উদ্ভিদ সৃষ্টি হয় পৃথিবীর যে সমস্ত উপাদান -
ক) জৈব সম্পদ
খ) অজৈব সম্পদ
গ) প্রাকৃতিক সম্পদ
ঘ) সামাজিক সম্পদ

১৯. জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় -
ক) ২৫ মার্চ 
খ) ২৮ জানুয়ারী 
গ) ২৮ ফেব্রুয়ারী 
ঘ) ১লা এপ্রিল 

২০. ভারত সরকার তাহার নিজস্ব নানা উদ্দেশ্য সাধক উপগ্রহ নির্মাণ ও উত্ক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করেছিল -
ক) ১৯৬৭ সালে 
খ) ১৯৮৬ সালে 
গ) ১৯৭৭ সালে 
ঘ) ১৯৭৮ সালে

১ক, ২খ, ৩গ, ৪খ, ৫ক, ৬গ, ৭ঘ, ৮খ, ৯ক, ১০গ, ১১গ, ১২খ, ১৩ক, ১৪খ, ১৫খ, ১৬ক, ১৭গ, ১৮ক, ১৯গ, ২০ঘ 

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও

2 comments: