ইতিহাসের পর্যায় সারণী PDF for Cometitive Exams
![]() |
ইতিহাসের পর্যায় সারণী PDF |
হ্যালো স্টুডেন্টস্,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো,ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা,সাল অনুযায়ী পরপর সারিবদ্ধভাবে অর্থাৎ ইতিহাসের পর্যায় সারণী,এটি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুব সাহায্য করবে।
খ্রিস্টাব্দ
|
বিবরণ
|
৭৮
|
কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে বসেন
|
৪০৫
|
চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারত অভিযান করে
ছিলেন
|
৬৩০-৬৪৪
|
হিউয়েন সাং ভারতেএসে ছিলেন
|
১০০০
|
সুলতান মামুদ ভারত আক্রমণ করেন
|
১০১৭
|
অলবিরুনি ভারত অভিযান করেন
|
১০২৬
|
গজনীর সুলতান মামুদ সোমনাথ মন্দির লুঠ করেন
|
১১৯১
|
তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল
|
১১৯২
|
তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল
|
১২০৬
|
কুতুবউদ্দিন আইবক কর্তৃক '' সুলতান '' উপাধি গ্রহন
|
১২০৬
|
কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয়
|
১২৩১-৩২
|
দিল্লীতে কুতুব মিনার নির্মিত হয়
|
১৩১৬
|
আলাউদ্দিনের মৃত্যু হয়
|
১৩২০
|
গিয়াসউদ্দিন তুকলক কর্তৃক দিল্লীর সিংহাসন
দখল ও তুকলক বংশের প্রতিষ্ঠা
|
১৩২৯-৩০
|
ব্রোঞ্জের নোট প্রচলন হয়েছিল
|
১৩৪৭
|
বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল
|
নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা উপরের ছকটি PDF আকারে পেয়ে যাবে -
File Details -
PDF Name : ইতিহাসের পর্যায় সারণী PDF
Language : Bengali
Size : 1 MB
Download Link : ইতিহাসের পর্যায় সারণী PDF
Historical Important Dates.
ReplyDelete