Breaking







Thursday, 1 May 2025

May 01, 2025

ভারতের নদ নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী

ভারতের নদ-নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য | উৎসস্থল | পতনস্থল | উপনদী

ভারতের নদ নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী
ভারতের নদ নদী PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নদ নদী PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী প্রভৃতি খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। 

বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, সুতরাং সময় অপচয় না করে একনজরে দেখে নাও ভারতের নদ নদী এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

একনজরে ভারতের নদ-নদী

গঙ্গা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫২৫ কিমি
■ উৎসস্থলঃ গঙ্গোত্রী হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ যমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতী
■ ভারতের প্রধান নদী

যমুনা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩৮০ কিমি
■ উৎসস্থলঃ যমুনেত্রী হিমবাহ
■ উপনদীঃ গিরি, চম্বল, বেতোয়া
■ গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী

সিন্ধু নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩১৮০ কিমি, আর ভারতে এই নদের দৈর্ঘ্য ৭০৯ কিমি
■ উৎসস্থলঃ সিন-কা-কাব উষ্ণ প্রসবণ
■ পতনস্থলঃ আরব সাগর
■ উপনদীঃ বিপাসা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র 

ব্রহ্মপুত্র নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৯০০ কিমি, তবে ভারতে এই নদের দৈর্ঘ্য ৮৮৫ কিমি
■ উৎসস্থলঃ চেমাযুংদুং হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ তিস্তা, তোর্সা
■ এটি পৃথিবীর উচ্চতম নদী, তাই এই নদীকে আকাশ নদী [Sky River] বলে

শতদ্রু নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৫০ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ১০৫০ কিমি
■ উৎসস্থলঃ তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস তাল
■ পতনস্থলঃ সিন্ধুর উপনদী
■ উপনদীঃ বিপাশা
■ এটি একটি পূর্ববর্তী নদী এবং সিন্ধুর দীর্ঘতম উপনদী

বিতস্তা নদী বা ঝিলাম নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ৪০০ কিমি
■ উৎসস্থলঃ কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ
■ পতনস্থলঃ চেনাব বা চন্দ্রভাগা নদী
■ উপনদীঃ লিডার, পীরপঞ্জল, পোহরু
■ কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

চেনাব বা চন্দ্রভাগা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১১৮০ কিমি
■ উৎসস্থলঃ বারালাচা পাস 
■ সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী

লুনি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৫০ কিমি
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি
■ পতনস্থলঃ কচ্ছের রণ
■ উপনদীঃ জোজরী, সাগি নদী
■ ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

মহানদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৫৮ কিমি
■ উৎসস্থলঃ সিয়াওয়ারা উচ্চভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইব, হাঁসদেও, মান্দ

গোদাবরী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৬৫ কিমি
■ উৎসস্থলঃ ত্রিম্বক মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা

কৃষ্ণা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪০০ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর 
■ উপনদীঃ তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা

কাবেরী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০৫ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা

নর্মদা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩১২ কিমি
■ উৎসস্থলঃ অমরকন্টক শৃঙ্গ
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ হিরণ, বর্ণা, ওরসাং

তাপ্তী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি
■ উৎসস্থলঃ সাতপুরার মুলতাই 
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ পূর্ণা, গিরনা 

সবরমতী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪১৬ কিমি 
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ ওয়াকাল, হরনভ

সুবর্ণরেখা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৭৭ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ কাঞ্চী, খরকাই, দুলুং, কারফারি

মাহী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩৩ কিমি
■ উৎসস্থলঃ বিন্ধ্য পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর

ধানসিঁড়ি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৫৪ কিমি
■ উৎসস্থলঃ নাগা পাহাড় 
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ নামবার, কল্যাণ

ব্রাহ্মণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০০ মিটার
■ উৎসস্থলঃ রৌরকেল্লা
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ টিকরা, কারা

ভাইগাই নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫৮ কিমি
■ উৎসস্থলঃ ভারুসানাদু পাহাড়
■ পতনস্থলঃ পক উপসাগর
■ উপনদীঃ ভারাগা, মনজালারু, খিরদুমাল

জলঢাকা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৮৫ কিমি
■ উৎসস্থলঃ সিকিমের হিমালয়
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ মুক ও দিহানা

তুঙ্গভদ্রা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ ভারদা, হবরি

ময়ূরাক্ষী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪১ কিমি
■ উৎসস্থলঃ সাঁওতাল পরগণা মালভূমি
■ পতনস্থলঃ ভাগীরথী নদী
■ উপনদীঃ ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর

মুসী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪০ কিমি
■ উৎসস্থলঃ মেডাক জেলা
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ আলেরু

ঘাটপ্রভা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৮৩ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ হিরণ্য কাশী

তিস্তা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩০৯ কিমি
■ উৎসস্থলঃ পয়োহুনরি হিমবাহ
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র 
■ উপনদীঃ রঙ্গীত, রজনী

ভীমা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৬১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ মুলা 

বিপাশা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৬০ কিমি
■ উৎসস্থলঃ রোটাং গিরিদার 
■ পতনস্থলঃ শতদ্রু নদী

কর্ণফুলি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৪ কিমি
■ উৎসস্থলঃ মিজোরাম 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর

দামোদর নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৪১ কিমি
■ উৎসস্থলঃ খামারপোৎ শৃঙ্গ 
■ পতনস্থলঃ হুগলী নদী
■ উপনদীঃ বরাকর

বৈতরণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৬৫ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ সালা নদী


ভারতের নদ নদী PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : একনজরে ভারতের নদ নদী
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download
 

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো।
উত্তরঃ সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, লুনি নদী। 

প্রশ্নঃ কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি।

প্রশ্নঃ কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা নদী।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি?
উত্তরঃ যমুনা।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদী কে বলা হয়?
উত্তরঃ কাবেরী।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ গোদাবরী।

প্রশ্নঃ গঙ্গার প্রধান উপনদীর নাম কী? 
উত্তরঃ যমুনা।

প্রশ্নঃ উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী? 
উত্তরঃ সিন্ধু নদ। 

প্রশ্নঃ উত্তর-পূর্ব ভারতের প্রধান নদীর নাম কী? 
উত্তরঃ ব্রহ্মপুত্র।

প্রশ্নঃ তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? 
উত্তরঃ সাংপাে ।

প্রশ্নঃ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ লুনি ।

প্রশ্নঃ "Sky River" নামে কোন নদী পরিচিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র

May 01, 2025

1st May 2025 Current Affairs in Bengali | ১লা মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

1st May 2025 Current Affairs in Bengali | ১লা মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

1st May 2025 Current Affairs in Bengali | ১লা মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
1st May 2025 Current Affairs in Bengali | ১লা মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 1st May 2025
 
1.সম্প্রতি IndusInd Bank -এর CEO সুমন্ত কাঠপালিয়া পদত্যাগ করেছেন

2.ভারত ও ভুটানের মধ্যে 6th Joint Group of Customs (JGC) Meeting অনুষ্ঠিত হলো ভুটানের থিম্পুতে

3.ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিআর গাভাই

4.2024-25 Premier League শিরোপা জিতলো Liverpool FC

5.বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন IAS বিনোদ কুমার গুঞ্জিয়াল

6."Ramanujan: Journey of a Great Mathematician" শিরোনামে বই লিখলেন অরুণ সিংহল এবং দেবেন্দ্র কুমার শর্মা

7.KYC সহজতর করতে SBI Mutual Fund –এর সাথে পার্টনারশিপ করলো India Post

8.11th BRICS Labour and Employment Ministers' Meeting অনুষ্ঠিত হলো ব্রাজিলের ব্রাসিলিয়ায়

9.Green Hydrogen Certification Scheme চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী

10.তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IAS অফিসার কে রামকৃষ্ণ রাও


Wednesday, 30 April 2025

April 30, 2025

পদ্ম পুরস্কার 2025 PDF | Padma Awards 2025 Winners List in Bengali

2025 পদ্ম পুরস্কার বিজয়ী তালিকা PDF | Padma Awards 2025 Winners List in Bengali

পদ্ম পুরস্কার 2025 PDF | Padma Awards 2025 Winners List in Bengali
পদ্ম পুরস্কার 2025 PDF | Padma Awards 2025 Winners List in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পদ্ম পুরস্কার 2025 বিজয়ী তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৫ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নামের তালিকা দেওয়া আছে। এই বছর সর্বমোট ১৩৯ জনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে; তার মধ্যে ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম রয়েছে।

পদ্মবিভূষণ পুরস্কার ২০২৫

পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। ১৯৫৪ সালের ২রা জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয়।  মর্যাদাক্রম অনুসারে, পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। এবছর ৭ জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দেখে নিন পদ্মবিভূষণ পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা।

নাম ক্ষেত্র দেশ/রাজ্য
শ্রী দুভুর নাগেশ্বর রেড্ডি ওষুধ তেলেঙ্গানা
বিচারপতি (অব.) শ্রী জগদীশ সিং খেহার পাবলিক অ্যাফেয়ার্স চণ্ডীগড়
শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লখিয়া শিল্প গুজরাট
শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম শিল্প কর্ণাটক
শ্রী এমটি বাসুদেবন নায়ার (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা কেরালা
শ্রী ওসামু সুজুকি (মরণোত্তর) বাণিজ্য ও শিল্প জাপান
শ্রীমতী শারদা সিনহা (মরণোত্তর) শিল্প বিহার

পদ্মভূষণ পুরস্কার ২০২৫

পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২রা জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে ও পদ্মশ্রীর আগে। জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। এবছর ১৯ জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দেখে নিন পদ্মভূষণ পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা।

নাম ক্ষেত্র দেশ/রাজ্য
শ্রী এ সূর্য প্রকাশ সাহিত্য ও শিক্ষা-সাংবাদিকতা কর্ণাটক
শ্রী অনন্ত নাগ শিল্প কর্ণাটক
শ্রী বিবেক দেবরয় (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা এনসিটি দিল্লি
শ্রী যতীন গোস্বামী শিল্প আসাম
শ্রী জোসে চাকো পেরিয়াপুরম ওষুধ কেরালা
শ্রী কৈলাশ নাথ দীক্ষিত অন্যান্য - প্রত্নতত্ত্ব এনসিটি দিল্লি
শ্রী মনোহর জোশী (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স মহারাষ্ট্র
শ্রী নল্লি কুপ্পুস্বামী চেট্টি বাণিজ্য ও শিল্প তামিলনাড়ু
শ্রী নন্দমুরি বালকৃষ্ণ শিল্প অন্ধ্রপ্রদেশ
শ্রী পিআর শ্রীজেশ খেলাধুলা কেরালা
শ্রী পঙ্কজ প্যাটেল বাণিজ্য ও শিল্প গুজরাট
শ্রী পঙ্কজ উধাস (মরণোত্তর) শিল্প মহারাষ্ট্র
শ্রী রামবাহাদুর রায় সাহিত্য ও শিক্ষা-সাংবাদিকতা উত্তরপ্রদেশ
সাধ্বী ঋতম্ভরা সামাজিক কাজ উত্তরপ্রদেশ
শ্রী এস অজিত কুমার শিল্প তামিলনাড়ু
শ্রী শেখর কাপুর শিল্প মহারাষ্ট্র
সুশ্রী শোবনা চন্দ্রকুমার শিল্প তামিলনাড়ু
শ্রী সুশীল কুমার মোদী (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স বিহার
শ্রী বিনোদ ধাম বিজ্ঞান এবং প্রকৌশল মার্কিন যুক্তরাষ্ট্র

পদ্মশ্রী পুরস্কার ২০২৫

পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। এবছর ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দেখে নিন পদ্মশ্রী পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা।

নাম ক্ষেত্র দেশ/রাজ্য
শ্রী অদ্বৈত চরণ গদানায়ক শিল্প ওড়িশা
শ্রী অচ্যুত রামচন্দ্র পালভ শিল্প মহারাষ্ট্র
শ্রী অজয় ভি ভাট বিজ্ঞান এবং প্রকৌশল মার্কিন যুক্তরাষ্ট্র
শ্রী অনিল কুমার বড়ো সাহিত্য ও শিক্ষা আসাম
শ্রী অরিজিৎ সিং শিল্প পশ্চিমবঙ্গ
শ্রীমতী অরুন্ধতী ভট্টাচার্য বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্র
শ্রী অরুণোদয় সাহা সাহিত্য ও শিক্ষা ত্রিপুরা
শ্রী অরবিন্দ শর্মা সাহিত্য ও শিক্ষা কানাডা
শ্রী অশোক কুমার মহাপাত্র ওষুধ ওড়িশা
শ্রী অশোক লক্ষ্মণ সরফ শিল্প মহারাষ্ট্র
শ্রী আশুতোষ শর্মা বিজ্ঞান এবং প্রকৌশল উত্তরপ্রদেশ
শ্রীমতী অশ্বিনী ভিদে দেশপান্ডে শিল্প মহারাষ্ট্র
শ্রী বৈজনাথ মহারাজ অন্যান্য - আধ্যাত্মিকতা রাজস্থান
শ্রী ব্যারি গডফ্রে জন শিল্প এনসিটি দিল্লি
শ্রীমতী বেগম বাতুল শিল্প রাজস্থান
শ্রী ভারত গুপ্ত শিল্প এনসিটি দিল্লি
শ্রী ভেরু সিং চৌহান শিল্প মধ্যপ্রদেশ
শ্রী ভীম সিং ভাবেশ সামাজিক কাজ বিহার
শ্রীমতী ভীমভবা দোদ্দবালাপ্পা শিলেক্যথারা শিল্প কর্ণাটক
শ্রী বুধেন্দ্র কুমার জৈন ওষুধ মধ্যপ্রদেশ
শ্রী সি এস বৈদ্যনাথন পাবলিক অ্যাফেয়ার্স এনসিটি দিল্লি
শ্রী চৈত্রাম দেওচাঁদ পাওয়ার সামাজিক কাজ মহারাষ্ট্র
শ্রী চন্দ্রকান্ত শেঠ (মরণোত্তর) সাহিত্য ও শিক্ষা গুজরাট
শ্রী চন্দ্রকান্ত সোমপুরা অন্যান্য - স্থাপত্য গুজরাট
শ্রী চেতন ই চিটনিস বিজ্ঞান এবং প্রকৌশল ফ্রান্স
শ্রী ডেভিড আর সাইমলিহ সাহিত্য ও শিক্ষা মেঘালয়
শ্রী দুর্গা চরণ রণবীর শিল্প ওড়িশা
শ্রী ফারুক আহমদ মীর শিল্প জম্মু ও কাশ্মীর
শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
শ্রীমতী গীতা উপাধ্যায় সাহিত্য ও শিক্ষা আসাম
শ্রী গোকুল চন্দ্র দাস শিল্প পশ্চিমবঙ্গ
শ্রী গুরুভায়ুর দোরাই শিল্প তামিলনাড়ু
শ্রী হরচন্দন সিং ভাট্টি শিল্প মধ্যপ্রদেশ
শ্রী হরিমান শর্মা অন্যান্য-কৃষি হিমাচল প্রদেশ
শ্রী হরজিন্দর সিং শ্রীনগর ওয়াল শিল্প পাঞ্জাব
শ্রী হরবিন্দর সিং খেলাধুলা হরিয়ানা
শ্রী হাসান রঘু শিল্প কর্ণাটক
শ্রী হেমন্ত কুমার ওষুধ বিহার
শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
শ্রী হিউ এবং কলিন গ্যান্টজার (মরণোত্তর) (ডুও)* সাহিত্য ও শিক্ষা-সাংবাদিকতা উত্তরাখণ্ড
শ্রী ইনিভালপ্পিল মণি বিজয়ন খেলাধুলা কেরালা
শ্রী জগদীশ জোশিলা সাহিত্য ও শিক্ষা মধ্যপ্রদেশ
শ্রীমতী জাসপিন্দর নরুলা শিল্প মহারাষ্ট্র
শ্রী জোনাস মাসেটি অন্যান্য - আধ্যাত্মিকতা ব্রাজিল
শ্রী জয়নাচরণ বাথারি শিল্প আসাম
শ্রীমতী জুমদে ইয়োমগাম গামলিন সামাজিক কাজ অরুণাচল প্রদেশ
শ্রী কে. দামোদরন অন্যান্য - রন্ধনসম্পর্কীয় তামিলনাড়ু
শ্রী কে এল কৃষ্ণ সাহিত্য ও শিক্ষা অন্ধ্রপ্রদেশ
শ্রীমতী কে ওমানকুট্টি আম্মা শিল্প কেরালা
শ্রী কিশোর কুনাল (মরণোত্তর) সিভিল সার্ভিস বিহার
শ্রী এল হ্যাংথিং অন্যান্য-কৃষি নাগাল্যান্ড
শ্রী লক্ষ্মীপতি রামাসুবাইয়ের সাহিত্য ও শিক্ষা-সাংবাদিকতা তামিলনাড়ু
শ্রী ললিত কুমার মঙ্গোত্র সাহিত্য ও শিক্ষা জম্মু ও কাশ্মীর
শ্রী লামা লবজাং (মরণোত্তর) অন্যান্য - আধ্যাত্মিকতা লাদাখ
শ্রীমতী লিবিয়া লোবো সারদেসাই সামাজিক কাজ গোয়া
শ্রী এমডি শ্রীনিবাস বিজ্ঞান এবং প্রকৌশল তামিলনাড়ু
শ্রী মাদুগুলা নাগাফনি সরমা শিল্প অন্ধ্রপ্রদেশ
শ্রী মহাবীর নায়ক শিল্প ঝাড়খণ্ড
শ্রীমতী মমতা শঙ্কর শিল্প পশ্চিমবঙ্গ
শ্রী মন্দা কৃষ্ণ মাদিগা পাবলিক অ্যাফেয়ার্স তেলেঙ্গানা
শ্রী মারুতি ভুজংরাও চিতামপল্লী সাহিত্য ও শিক্ষা মহারাষ্ট্র
শ্রী মিরিয়ালা আপারাও (মরণোত্তর) শিল্প অন্ধ্রপ্রদেশ
শ্রী নগেন্দ্র নাথ রায় সাহিত্য ও শিক্ষা পশ্চিমবঙ্গ
শ্রী নারায়ণ (ভুলাই ভাই) (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স উত্তরপ্রদেশ
শ্রী নরেন গুরুং শিল্প সিকিম
শ্রীমতী নীরজা ভাটলা ওষুধ এনসিটি দিল্লি
শ্রীমতী নির্মলা দেবী শিল্প বিহার
শ্রী নিতিন নোহরিয়া সাহিত্য ও শিক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র
শ্রী ওঙ্কার সিং পাহওয়া বাণিজ্য ও শিল্প পাঞ্জাব
শ্রী পি দ্যাচানামূর্তি শিল্প পুদুচেরি
শ্রী পান্ডী রাম মান্ডবী শিল্প ছত্তিশগড়
শ্রী পরমার লাভজিভাই নাগজিভাই শিল্প গুজরাট
শ্রী পবন গোয়েঙ্কা বাণিজ্য ও শিল্প পশ্চিমবঙ্গ
শ্রী প্রশান্ত প্রকাশ বাণিজ্য ও শিল্প কর্ণাটক
শ্রীমতী প্রতিভা সতপতী সাহিত্য ও শিক্ষা ওড়িশা
শ্রী পুরিসাই কান্নাপা সম্বন্ধন শিল্প তামিলনাড়ু
শ্রী আর অশ্বিন খেলাধুলা তামিলনাড়ু
শ্রী আরজি চন্দ্রমোগন বাণিজ্য ও শিল্প তামিলনাড়ু
শ্রীমতী রাধাবাহিন ভট্ট সামাজিক কাজ উত্তরাখণ্ড
শ্রী রাধাকৃষ্ণান দেবসেনাপতি শিল্প তামিলনাড়ু
শ্রী রামদরশ মিশ্র সাহিত্য ও শিক্ষা এনসিটি দিল্লি
শ্রী রণেন্দ্র ভানু মজুমদার শিল্প মহারাষ্ট্র
শ্রী রতন কুমার পারিমু শিল্প গুজরাট
শ্রী রেবা কান্ত মহন্ত শিল্প আসাম
শ্রী রেন্থলেই লালরওনা সাহিত্য ও শিক্ষা মিজোরাম
শ্রী রিকি জ্ঞান কেজ শিল্প কর্ণাটক
শ্রী সজ্জন ভজনকা বাণিজ্য ও শিল্প পশ্চিমবঙ্গ
শ্রীমতী স্যালি হোলকার বাণিজ্য ও শিল্প মধ্যপ্রদেশ
শ্রী সন্ত রাম দেশওয়াল সাহিত্য ও শিক্ষা হরিয়ানা
শ্রী সত্যপাল সিং খেলাধুলা উত্তরপ্রদেশ
শ্রী সেনি বিশ্বনাথন সাহিত্য ও শিক্ষা তামিলনাড়ু
শ্রী সেতুরামন পঞ্চনাথন বিজ্ঞান এবং প্রকৌশল মার্কিন যুক্তরাষ্ট্র
শ্রীমতী শেখা শায়খা আলী আল-জাবের আল-সাবাহ ওষুধ কুয়েত
শ্রী শিন কাফ নিজাম (শিব কিষাণ বিসা) সাহিত্য ও শিক্ষা রাজস্থান
শ্রী শ্যাম বিহারী অগ্রবাল শিল্প উত্তরপ্রদেশ
শ্রীমতী সোনিয়া নিত্যানন্দ ওষুধ উত্তরপ্রদেশ
শ্রী স্টিফেন ন্যাপ সাহিত্য ও শিক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র
শ্রী সুভাষ খেতুলাল শর্মা অন্যান্য-কৃষি মহারাষ্ট্র
শ্রী সুরেশ হরিলাল সোনি সামাজিক কাজ গুজরাট
শ্রী সুরিন্দর কুমার ভাসল বিজ্ঞান এবং প্রকৌশল দিল্লী
শ্রী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) অন্যান্য - আধ্যাত্মিকতা পশ্চিমবঙ্গ
শ্রী সৈয়দ আইনুল হাসান সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার শিল্প পশ্চিমবঙ্গ
শ্রীমতী থিয়াম সূর্যমুখী দেবী শিল্প মণিপুর
শ্রী তুষার দুর্গেশভাই শুক্লা সাহিত্য ও শিক্ষা গুজরাট
শ্রী বদিরাজ রাঘবেন্দ্রচার্য পঞ্চমুখী সাহিত্য ও শিক্ষা অন্ধ্রপ্রদেশ
শ্রী বাসুদেও কামাথ শিল্প মহারাষ্ট্র
শ্রী ভেলু আসান শিল্প তামিলনাড়ু
শ্রী ভেঙ্কাপ্পা আম্বাজি সুগাতেকর শিল্প কর্ণাটক
শ্রী বিজয় নিত্যানন্দ সুরীশ্বর জি মহারাজ অন্যান্য - আধ্যাত্মিকতা বিহার
শ্রীমতী বিজয়লক্ষ্মী দেশমনে ওষুধ কর্ণাটক
শ্রী বিলাস ডাংরে ওষুধ মহারাষ্ট্র
শ্রী বিনায়ক লোহানী সামাজিক কাজ পশ্চিমবঙ্গ

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Padma Awards 2025
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 09
Download Link : Click Here To Download

■ Padma Awards 2025 English Version : Download


April 30, 2025

30th April 2025 Current Affairs in Bengali | ৩০শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

30th April 2025 Current Affairs in Bengali | ৩০শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

30th April 2025 Current Affairs in Bengali | ৩০শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
30th April 2025 Current Affairs in Bengali | ৩০শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 30th April 2025
 
1.2nd Asian Yogasana Sport Championship -এ ৮৩টি সোনার পদক জিতেছে ভারত

2.ত্রিনিদাদ ও টোবাগোর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন Kamla Persad-Bissessar

3.Real Madrid -কে পরাজিত করে 32nd Copa del Rey টাইটেল জিতলো Barcelona

4.YUGM Innovation Conclave অনুষ্ঠিত হলো নিউ দিল্লির ভারত মন্ডপমে

5.Electronics Component Manufacturing Scheme -এর জন্য Guidelines এবং Portal চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

6.সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি Jair da Costa 

7.২৮শে এপ্রিল তারিখটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করলো ইরান

8.IPL ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী

9.প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে

10.Moscow International Film Festival -এ সেরা পরিচালক এবং সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন মেঘালয়ের প্রদীপ কুরবাহ 


Tuesday, 29 April 2025

April 29, 2025

ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF | বিভিন্ন বিপ্লবের জনক

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF | Agricultural Revolutions in India Bengali PDF

ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF | বিভিন্ন বিপ্লবের জনক
ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF | বিভিন্ন বিপ্লবের জনক
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের কৃষি বিপ্লব তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতে কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লবের নাম, কোন বিপ্লব কীসের সঙ্গে জড়িত বা সম্পর্কিত এবং বিভিন্ন বিপ্লবের জনক প্রভৃতি তালিকাকারে দেওয়া আছে।

নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? গোলাপি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? ভারতে সবুজ বিপ্লবের জনক কে? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ নিন।

ভারতে কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব

বিপ্লব সম্পর্কিত জনক
সবুজ বিপ্লব দানাশস্য এম. এস. স্বামীনাথন
শ্বেত বিপ্লব দুগ্ধ ভার্গিস কুরিয়েন
নীল বিপ্লব মৎস্য ড. অরুণ কৃষ্ণাণ
স্বর্ণালি বিপ্লব ফল, মধু ও উদ্যান পালন নিরপেখ টুটেজ
রুপালী বিপ্লব ডিম ইন্দিরা গান্ধী
হলুদ বিপ্লব তৈলবীজ শ্যাম পিট্রোডা
গোলাপি বিপ্লব ফার্মাসিউটিক্যালস, চিংড়ি ও পেঁয়াজ দুর্গেশ প্যাটেল
বাদামী বিপ্লব চামড়া, কোকো ও অপ্রচলিত শক্তি ***
লাল বিপ্লব মাংস ও টম্যাটো বিশাল তিওয়ারি
সোনালি তন্তু বিপ্লব পাট ***
রুপালী তন্তু বিপ্লব তুলা ***
কালো বিপ্লব পেট্রোলিয়াম ***
চিরহরিৎ বিপ্লব কৃষি ***
গোল বিপ্লব আলু ***
ধূসর বিপ্লব সার ***

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Agricultural Revolutions in India
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


April 29, 2025

29th April 2025 Current Affairs in Bengali | ২৯শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

29th April 2025 Current Affairs in Bengali | ২৯শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

29th April 2025 Current Affairs in Bengali | ২৯শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
29th April 2025 Current Affairs in Bengali | ২৯শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 29th April 2025
 
1.বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় ২৯শে এপ্রিল

2.Bharat Summit-2025 -এর আয়োজন করেছিল তেলেঙ্গানা সরকার

3.ফিজির 'Companion of the Order of Fiji' সম্মানে ভূষিত হলেন কর্ণাটকের মানবতাবাদী মধুসূদন সাই

4.Assam Rifles -এর প্রথম মহিলা Dog Handler হিসেবে নিযুক্ত হলেন শ্রীলক্ষ্মী পিভি

5.ভারতের প্রথম Floating Bathing Ghat চালু হবে অযোধ্যার সরযূ নদীতে

6.Sudirman Cup Badminton Tournament 2025 অনুষ্ঠিত হলো চীনের জিয়ামেনে

7.মুম্বাইয়ে 'Coastal States Meet 2025' আয়োজন করবে মৎস্য বিভাগ

8.ACI Asia-Pacific & Middle East কর্তৃক Green Airports Recognition 2025 -এ Platinum Recognition পেল হুব্বাল্লী বিমানবন্দর

9.২৬টি Rafale Marine Fighter Aircraft কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত

10.সম্প্রতি ৯২ বছর বয়সে মারা গেলেন ইতিহাসবিদ এমজিএস নারায়ণন


Monday, 28 April 2025

April 28, 2025

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF | Excretory Organs of Animals

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF | Excretory Organs of Animals Bengali PDF

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF | Excretory Organs of Animals Bengali PDF
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF | Excretory Organs of Animals
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন প্রাণী ও তাদের রেচন অঙ্গের নামের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? আরশোলার রেচন অঙ্গের নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম

প্রাণী
রেচন অঙ্গ
তারামাছ
অ্যামিবোসাইট কোষ
ঝিনুক
কেবারের অঙ্গ
শামুক
বোজেনাসের অঙ্গ
স্পঞ্জ
দেহতল
হাইড্রা
দেহতল
অ্যামিবা
সংকোচী গহ্বর
অ্যাসকারিস
রেনেট কোষ
চিংড়ি
সবুজ গ্রন্থি
ফিতাকৃমি
ফ্লেম কোষ
প্লানেরিয়া
ফ্লেম কোষ
কেঁচো
নেফ্রিডিয়া
জোঁক
নেফ্রিডিয়া
অ্যাম্ফিঅক্সাস
সোলোনোসাইট
মাকড়সা
কক্সাল গ্রন্থি
কাঁকড়া বিছে
কক্সাল গ্রন্থি
আরশোলা
ম্যালপিজিয়ান নালিকা
গঙ্গা ফড়িং
ম্যালপিজিয়ান নালিকা
মাছ
ফুলকা
ব্যাঙ
ফুসফুস, মেগোনেফ্রস
পাখি
ফুসফুস, মেটানেফ্রস
মানুষ
ফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক
সরীসৃপ
ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন
স্তন্যপায়ী
বৃক্ক

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
 
File Details:
PDF Name : Excretory Organs of Animals
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download