Breaking







Friday 20 September 2024

September 20, 2024

20th September 2024 Current Affairs in Bengali | ২০শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

20th September 2024 Current Affairs in Bengali | ২০শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

20th September 2024 Current Affairs in Bengali | ২০শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
20th September 2024 Current Affairs in Bengali | ২০শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 20th September 2024

1.এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেল কম্বোডিয়ার 'Angkor Wat'.

2.বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মনু ভাকের।

3.ভারতের জিডিপিতে মহারাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি।

4.জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন জাফর হাসান।

5.ONGC-এর Director for Strategy and Corporate Affairs হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণাংশু সরকার।

6.Adani Green Energy-এর Chief Financial Officer (CFO) হিসেবে নিযুক্ত হয়েছেন সৌরভ শাহ।

7.সরকারী ভাষা বিভাগ কর্তৃক রাজভাষা কীর্তি পুরস্কারে ভূষিত হলো Bharat Heavy Electricals Limited (BHEL) কোম্পানি।

8.সন্তানদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে NPS Vatsalya Scheme লঞ্চ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

9.ফুটবলে অসাধারণ অবদানের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে একটি বিশেষ CR7 ইউরো কয়েন জারি করলো পর্তুগাল।

10.টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা কোম্পানি ২০২৪ তালিকায় No.1 India-Headquartered Company হিসাবে মর্যাদা পেল HCL Tech.

September 20, 2024

GK Online Mock Test in Bengali Part 367

GK Online Mock Test in Bengali Part 367

GK Online Mock Test in Bengali Part 367
GK Online Mock Test in Bengali Part 367
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জিকে অনলাইন মক টেস্ট পর্ব-৩৬৭ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৩৬৭
বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা ৩০
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

September 20, 2024

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিখ্যাত ব্যক্তি এবং তাঁদের সমাধিস্থলের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে অভয় ঘাট কার সমাধিস্থল? রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়? রাজঘাট কার সমাধি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল

ব্যক্তি সমাধিস্থল
বি.আর. আম্বেদকর চৈত্যভূমি
ড. রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট
এ.পি.জে আব্দুল কালাম রামেশ্বরম
অটল বিহারী বাজপেয়ী স্মৃতিস্থল
জওহরলাল নেহেরু শান্তিবন
মহাত্মা গান্ধী রাজঘাট
রবীন্দ্রনাথ ঠাকুর নিমতলা ঘাট
রাজা রামমোহন রায় ব্রিস্টল
গুলজারিলাল নন্দ নারায়ণ ঘাট
লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট
জগজীবন রাম সমতাস্থল
রাজীব গান্ধী বীরভূমি
ইন্দিরা গান্ধী শক্তিস্থল
চন্দ্রশেখর ঐকতাস্থল
চরণ সিং কিষাণ ঘাট
মোরারজী দেশাই অভয় ঘাট
নানাসাহেব মরভি
শেরশাহ সাসারাম
বাবর কাবুল
জাহাঙ্গীর লাহোর
আলেকজান্ডার মিশর
আকবর সেকেন্দ্রা
শাহজাহান ও মমতাজ তাজমহল
হুমায়ুন দিল্লী
আর.কে. নারায়ণ উদয় ভূমি
উত্তমকুমার কলকাতা
সুচিত্রা সেন কেওড়াতলা
সুষমা স্বরাজ দিল্লীর লোধী

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Samadhi Sthal of Famous Indian Persons
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Thursday 19 September 2024

September 19, 2024

19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 19th September 2024

1.প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে LCA Tejas Fighter Fleet চালাতে চলেছেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং।

2.‘Zorawar’ নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন করলো ভারত।

3.Amazon India-র নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন সমীর কুমার।

4.মেলবোর্ন বিশ্ববিদ্যালয় তার প্রথম মেলবোর্ন গ্লোবাল সেন্টার খুলেছে দিল্লীতে।

5.Sashastra Seema Bal (SSB)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন অমৃত মোহন প্রসাদ।

6.Chamran-1-নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান।

7.7th India-Argentina Foreign Office Consultations অনুষ্ঠিত হলো আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে।

8.প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে ICC ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে মনোনীত হয়েছেন সালিমা ইমতিয়াজ।

9.ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন সন্তোষ কাশ্যপ।

10.ফ্রান্সে অনুষ্ঠিত World Skills 2024-এ ১৬টি মেডেল জিতলো ভারত।

September 19, 2024

প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয়

প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয় | First Indian Award Winner

প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয় | First Indian Award Winner
প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয়
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়দের তালিকা দেওয়া আছে। চাকরির পরীক্ষাতে ভারতের প্রথম নোবেল বিজয়ী কে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? প্রথম অস্কার জয়ী ভারতীয় কে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়

পুরস্কার প্রথম বিজয়ী
প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর
বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন
প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান বিশ্বনাথন আনন্দ
মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান কর্ণম মালেশ্বরী
প্রথম ভারতরত্ন পান রাজাগোপালাচারী
মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী
রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পান শচীন তেন্ডুলকার
শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান জে. আর. ডি. টাটা
বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান সি.ভি. রমন
মরণোত্তর প্রথম ভারতরত্ন পান লাল বাহাদুর শাস্ত্রী
প্রথম পরমবীর চক্র পান মেজর সোমনাথ শর্মা
প্রথম অশোক চক্র পান নায়েক নরবাহাদুর থাপা, ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস, হাবিলদার বচিত্তর সিং
মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান নির্জা ভানত
প্রথম অস্কার জয়ী ভারতীয় ভানু আথাইয়া
প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আর.কে. নারায়ণ
মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান অমৃতা প্রীতম
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি. সংকরা কুরূপ
মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্না দেবী
ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান সালিম দুরানী
প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান সাহুরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রাণী
প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া
প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : First Indian Award Winner
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

September 19, 2024

ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়

ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়

ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়
ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে ভারতে প্রথম সূত্রপাত তথা ভারতে প্রথম কখন কি শুরু হয় তার একটি লিস্ট শেয়ার করলাম। যেটিতে সংবাদপত্র, বেতার, দূরদর্শন, সিনেমা, ছাপাখানা, রেলগাড়ি, টেলিফোন প্রভৃতি জিনিসগুলির প্রচলন ভারতে কবে শুরু হয় তা খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে।

এছাড়াও এই টপিক গুলি থেকে পরীক্ষায় আসতে পারে সেরকম কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও আলোচনা করা আছে। তাই দেরী না করে পোস্টটি দেখে নাও এবং নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতে প্রথম সূত্রপাত

■ ডাকটিকিটঃ
ভারতের সিন্ধু প্রদেশে ১৮৫২ সালে তদানীন্তন ইংরেজ শাসক প্রথম ডাক টিকিটের প্রবর্তন করে।  সর্বভারতীয় ভিত্তিতে ১৮৫৪ সালে এই ডাক টিকিটের প্রচলন হয়।

■ টেলিগ্রাফঃ
১৮৩৯ সালে কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সরকারী কাজে প্রথম টেলিগ্রাফের প্রচলন হয় এবং ১৮৫৩ সালে কলকাতা ও আগ্রার মধ্যে এটা চালু হয়। 

■ টেলিফোনঃ
১৮৮১ সালে কলকাতায় প্রথম টেলিফোন চালু হয়।

■ রেলগাড়িঃ
ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল।  মুম্বাই থেকে থানে পর্যন্ত ছিল এই রেলপথ। 

■ বৈদ্যুতিক রেলগাড়িঃ
১৯২৫ সালের ৩রা ফেব্রুয়ারি মুম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়।

■ ছাপাখানাঃ 
ভারতের গোয়ায় ১৫৫৬ খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 

■ সংবাদপত্রঃ
১৭৮০ সালের ২৯শে জানুয়ারি জেমস অগাস্টাস হিকি এর সম্পাদনায় ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়। 

■ ক্রিকেটঃ
১৭৯৩ খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু হয়।  

■ ফুটবলঃ
১৮০২ সালে ভারতের বোম্বাই শহরে মিলিটারি বনাম বোম্বাই আইল্যান্ড এই দুই দলের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। 

■ বেতার বা রেডিওঃ
১৯২৭ সালে বোম্বাই শহরে প্রথম বেতার কেন্দ্র স্থাপিত হয়। 

■ দূরদর্শন বা টেলিভিশনঃ 
১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর দিল্লীতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয়। 

■ সিনেমাঃ
১৮৯৬ সালে বোম্বাই শহরে সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হয়। 

■ কৃত্রিম উপগ্রহঃ
সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ১৯৭৫ সালে ভারতের তৈরি ‘আর্যভট্ট’ নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।

■ আণবিক বোমা বিস্ফোরণঃ
১৯৭৪ সালের ১৮ই মে রাজস্থানের মরু অঞ্চল পোখরানে পরীক্ষামূলকভাবে ভারতের প্রথম আণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

Important Questions ::

Qn. ভারতে প্রথম ডাকটিকিট কবে প্রচলন হয় ?
Ans. ১৮৫৪ সালে। 

Qn. ভারতের ডাকটিকিট কে প্রবর্তন করেন ?
Ans. লর্ড ডালহৌসি।

Qn. স্বাধীন ভারতে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কবে ?
Ans. ১৯৪৭ সালের ২১শে নভেম্বর। 

Qn. স্বাধীন ভারতের প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল ?
Ans. জয় হিন্দ। 

Qn. ভারতের প্রথম টেলিগ্রাফ কবে ও কোথায় চালু হয় ?
Ans. ১৮৩৯ সালে কলকাতা ও ডায়মন্ড হারবারে।

Qn. ভারতের প্রথম টেলিফোন কবে চালু হয় ?
Ans. ১৮৮১ সালে।

Qn. ভারতের প্রথম রেলপথ কে আবিষ্কার করেন ?
Ans. লর্ড ডালহৌসি।

Qn. ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?
Ans. ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল। 

Qn. ভারতের প্রথম রেল কোথায় চালু হয় ?
Ans. মুম্বাই থেকে থানে পর্যন্ত।

Qn. ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন কবে চালু হয় ?
Ans. ১৯২৫ সালের ৩রা ফেব্রুয়ারি মুম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়।

Qn. ভারতের কোথায় এবং কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?
Ans. ভারতের গোয়ায় ১৫৫৬ খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 

Qn. ভারতে কারা প্রথম ছাপাখানা স্থাপন করেছিলেন ?
Ans. পর্তুগিজরা। 

Qn. কলকাতায় প্রথম কে এবং কবে ছাপাখানা তৈরি করেছিলেন? 
Ans. জেমস অগাস্টাস হিকি ১৭৭৮ সালে কলকাতায় প্রথম ছাপাখানা তৈরি করেছিলেন। 

Qn. ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
Ans. বেঙ্গল গেজেট।

Qn. ভারতে প্রথম সংবাদপত্র কবে এবং কি নামে প্রকাশিত হয় ?
Ans. ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি ‘বেঙ্গল গেজেট’ নামে প্রকাশিত হয়।

Qn. ভারতে প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয় ?
Ans. ১৭৯৩ খ্রিস্টাব্দে।

Qn. ভারতের প্রথম ক্রিকেট ক্লাবের নাম কি ?
Ans. ক্যালকাটা ক্রিকেট ক্লাব। 

Qn. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৭৯২ সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব নামে ব্রিটিশরা এই ক্লাব প্রতিষ্ঠা করেন। 

Qn. ভারতে প্রথম ফুটবল খেলা কবে শুরু হয় ?
Ans. ১৮০২ সালে। 

Qn. ভারতের প্রথম বেতার কেন্দ্র কবে স্থাপিত হয় ?
Ans. ১৯২৭ সালে বোম্বাই শহরে।

Qn. ভারতে প্রথম দূরদর্শন কবে দেখা যায় ?
Ans. ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর।

Qn. ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে ?
Ans. দাদাসাহেব ফালকে কে।

Qn. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?
Ans. রাজা হরিশচন্দ্র (১৯১৩)।

Qn. ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?
Ans. আলম আরা।

Qn. বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ?
Ans. বিল্বমঙ্গল (১৯১৯)।

Qn. বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
Ans. জামাই ষষ্ঠী (১৯৩১)। 

Qn. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
Ans. আর্যভট্ট।

Qn. ভারত কত সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?
Ans. ১৯৭৪ সালের ১৮ই মে।

Qn. ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়
Ans. রাজস্থানের পোখরানে। 

Qn. কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?
Ans. অটল বিহারী বাজপেয়ী।

Qn. ব্যাঙ্কের জাতীয়করণ কবে হয় ?
Ans. ১৯৬৯ সালে।

Qn. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল ?
Ans. ১৯৫১-৫২ তে।

Qn. স্বাধীন ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয় ?
Ans. ১৯৫১ সালে।

Qn. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপিত হয় কবে ?
Ans. ১৯৬৯ সালে।

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : ভারতে প্রথম সূত্রপাত
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Wednesday 18 September 2024

September 18, 2024

18th September 2024 Current Affairs in Bengali | ১৮ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

18th September 2024 Current Affairs in Bengali | ১৮ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

18th September 2024 Current Affairs in Bengali | ১৮ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
18th September 2024 Current Affairs in Bengali | ১৮ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 18th September 2024

1.চীনকে ১-০ ব্যবধানে পরাজিত করে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত।

2.দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আতিশি মারলেনা।

3.কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ কুমার ভার্মা।

4.পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ADG ও IGP হিসেবে নিযুক্ত হলেন বিনীত কুমার গোয়েল।

5.খেলাধুলায় ডোপিং বিরোধী উচ্চ-স্তরের আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে ভারত।

6.South Indian International Movie Awards (SIIMA) 2024-এ সেরা অভিনেত্রীর (Critics) তকমা পেলেন ঐশ্বরিয়া রাই।

7.সম্প্রতি অষ্টম ভারত জল সপ্তাহের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

8.ওড়িশায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সুভদ্রা যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9.Topgun Cup-এ ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন ভারতীয় শ্যুটার আনমোল জৈন।

10."Sri Rama in Tamilagam – An inseparable bond" শিরোনামে বই লিখলেন ড. ডি.কে. হরি এবং ড. ডি.কে. হেমা হরি।