Breaking



Saturday, 25 March 2023

March 25, 2023

জিকে কুইজ | GK Quiz Part 337

জিকে কুইজ | GK Quiz Part 337

জিকে কুইজ | GK Quiz Part 337
জিকে কুইজ | GK Quiz Part 337
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জিকে কুইজ পর্ব-৩৩৭ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৩৩৭
বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা ৩০
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Friday, 24 March 2023

March 24, 2023

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF
ভারতীয় সংবিধান জিকে PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধান জিকে PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর

০১. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?
উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।

০২. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।

০৩. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই।

০৪. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ?
উত্তরঃ সুপ্রিমকোর্টকে।

০৫. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ?
উত্তরঃ গণপরিষদ।

০৬. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

০৭. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ?
উত্তরঃ গণপরিষদ দ্বারা।

০৮. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ?
উত্তরঃ ২০৮ জন।

০৯. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ?
উত্তরঃ ৭৩ জন।

১০. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তরঃ ২৯৬ জন।

১১. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সচ্চিদানন্দ সিংহ।

১২. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

১৩. ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।

১৪. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

১৫. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ জি.ভি. মভলঙ্কার।

১৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়।

১৭. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ দিল্লীর কনস্টিটিউশন হলে।

১৮. কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন ?
উত্তরঃ অধ্যাপক জে.সি. জোহারি।

১৯. কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন ?
উত্তরঃ আইভর জেনিংস।

২০. “গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত” - উক্তিটি কার ?
উত্তরঃ গ্রেনভিল অস্টিনের।

২১. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২২. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।

২৩. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন ?
উত্তরঃ ১৮ বছর।

২৪. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।

২৫. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি ।

২৬. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট ।

২৭. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৮. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?
উত্তরঃ ভারত।

২৯. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

৩০. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
উত্তরঃ ২৫ বছর।

৩১. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
উত্তরঃ প্রস্তাবনা।

৩২. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫৯ সালে।

৩৩. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৫১ সালে।

৩৪. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তরঃ জেলা পরিষদ।

৩৫. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৪৬ সালে ।

৩৬. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ?
উত্তরঃ ছয়টি।

৩৭. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ?
উত্তরঃ ছয় বছর।

৩৮. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ?
উত্তরঃ দ্বিকক্ষ।

৩৯. লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ লোকসভার সদস্যগণ।

৪০. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ?
উত্তরঃ বিডিও।

৪১. যুগ্মতালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৪২. ভোটদানের অধিকার কি ধরণের অধিকার ?
উত্তরঃ রাজনৈতিক।

৪৩. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর ?
উত্তরঃ পাঁচ বছর।

৪৪. ভারতের সংবিধানে নবম তপসিল কবে সংযোজিত হয় ?
উত্তরঃ ১৯৫১ সালে।

৪৫. অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
উত্তরঃ লোকসভাতে।

৪৬. সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার ?
উত্তরঃ সুপ্রিমকোর্টের।

৪৭. ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ তিনটি।

৪৮. ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতির।

৪৯. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন ?
উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন।

৫০. ৭৩তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয় ?
উত্তরঃ ১৯৯২ সালে।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Constitution GK in Bengali PDF
Language : Bengali
Size : 0.5 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download


Thursday, 23 March 2023

March 23, 2023

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | Kolkata Police Constable GK

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | Kolkata Police Constable GK Part-02

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | Kolkata Police Constable GK
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার উপযোগী কিছু জিকে প্রশ্ন উত্তর শেয়ার করলাম। যেগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police GK Questions 02 :

২১. ২০২২ সালের মেজর ধ‍্যাঁনচাদ খেলরত্ন পুরস্কার কে জয় লাভ করেন ?
উত্তরঃ টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমল আচন্ত।

২২. ২০২২ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কে জয়লাভ করেন ?
উত্তরঃ সুইডেনের বাসিন্দা সান্তে প্যাবো।

২৩. কোন তামা ও টিনের মিশ্রণে কোন ধাতুর সৃষ্টি হয় ?
উত্তরঃ পিতল।

২৪. ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে ?
উত্তরঃ ২টি।

২৫. ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত ?
উত্তরঃ করমন্ডল উপকূল।

২৬. ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয় ?
উত্তরঃ মুম্বাইয়ে।

২৭. সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ফ্রী স্টাইল কুস্তি।

২৮. পূর্ণ বয়স্ক মানুষের রক্তে শর্করার পরিমাণ কত ?
উত্তরঃ ৮০-১২০ গ্রাম।

২৯. অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ পথের পাঁচালি।

৩০. সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫২ সালে।

৩১. কে বা কারা ভারতবর্ষেপঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন ?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

৩২. ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন ? 
উত্তরঃ মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল-সিসি।

৩৩. ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন ?
উত্তরঃ লিওনেল মেসি।

৩৪. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
উত্তরঃ মঙ্গল পান্ডে।

৩৫. ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন ?
উত্তরঃ টমাস স্টিফেনসন।

৩৬. জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
উত্তরঃ ২৬শে নভেম্বর।

৩৭. ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ আছে ?
উত্তরঃ ১২টি।

৩৮. 'দেবানং প্রিয় প্রিয়দর্শী' উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অশোক।

৩৯. কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।

৪০. ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত এখানে 'ল্যাপ' কথাটির অর্থ কি ?
উত্তরঃ কোল। 

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police GK Questions 02
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


March 23, 2023

General Science Quiz in Bengali Part 64

সাধারণ বিজ্ঞান কুইজ | General Science Quiz in Bengali Part 64

General Science Quiz in Bengali Part 64
General Science Quiz in Bengali Part 64
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পর্বে সাধারণ বিজ্ঞান কুইজ পর্ব-৬৪ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে মকটেস্টটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৬৪
বিষয় সাধারণ বিজ্ঞান
প্রশ্ন সংখ্যা ২৫
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Wednesday, 22 March 2023

March 22, 2023

পৃথিবীর প্রধান প্রধান প্রণালী সমূহ PDF | Major Straits of the World

পৃথিবীর প্রধান প্রধান প্রণালী সমূহ PDF | Major Straits of the World

পৃথিবীর প্রধান প্রধান প্রণালী সমূহ PDF | Major Straits of the World
পৃথিবীর প্রধান প্রধান প্রণালী সমূহ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভূগোল বিষয়ের একটি অংশ হিসাবে পৃথিবীর প্রধান প্রধান প্রণালী সমূহ PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী ও সেই প্রণালী কোন কোন স্থানকে সংযোগ ও বিচ্ছিন্ন করেছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

পৃথিবীর প্রধান প্রধান প্রণালী সমূহ

প্রণালী
সংযোগ করেছে
বিচ্ছিন্ন করেছে
পক প্রণালী
মান্নার উপসাগর ও বঙ্গোপসাগর
ভারত ও শ্রীলঙ্কা
বেরিং প্রণালী
বেরিং সাগর ও চুকচি সাগর
এশিয়া ও উত্তর আমেরিকা
জিব্রাল্টার প্রণালী
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
ইউরোপ (স্পেন) ও আফ্রিকা (মরক্কো)
বাস প্রণালী
ভারত মহাসাগর ও তাসমান সাগর
অস্ট্রেলিয়া ও তাসমানিয়া
মালাক্কা প্রণালী
আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
দার্দানেলিস প্রণালী
মার্মারা সাগর ও ইজিয়ান সাগর
এশিয়া ও ইউরোপ
মেসিনা প্রণালী
টিরেনিয়ান সাগর ও ভূমধ্যসাগর
ইতালি ও সিসিলা
বনিফ্যাসিও প্রণালী
টিরেনিয়ান সাগর ও ভূমধ্যসাগর
কর্সিকা ও সার্ডিনিয়া
ইউকাতান প্রণালী
মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর
মেক্সিকো ও কিউবা
বসফরাস প্রণালী
কৃষ্ণসাগর ও মার্মারা সাগর
ইস্তাম্বুল ও আনাতোলিয়া উপদ্বীপ
হাডসন প্রণালী
হাডসন সাগর ও ল্যাব্রাডর সাগর
বাফিন দ্বীপপুঞ্জ ও উনগাভা উপদ্বীপ (কানাডা)
কুক প্রণালী
তাসমান সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর
উত্তর নিউজিল্যান্ড ও দক্ষিণ নিউজিল্যান্ড
মাকাসার প্রণালী
জাভা সাগর ও সেলেবস সাগর
বোর্ণীও ও সেলেবস দ্বীপপুঞ্জ
ডেভিস প্রণালী
বাফিন উপসাগর ও ল্যাব্রাডর সাগর
গ্রিনল্যান্ড ও কানাডা
ডেনমার্ক প্রণালী
উত্তর আটলান্টিক ও আর্কেটিক মহাসাগর
গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড
ডোভার প্রণালী
ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর
ফ্রান্স ও ইংল্যান্ড
হরমুজ প্রণালী
পারস্য ও ওমান উপসাগর
সংযুক্ত আরব আমিরশাহী ও ইরান
সুণ্ডা প্রণালী
জাভা সাগর ও ভারত মহাসাগর
জাভা ও সুমাত্রা
মাগেলান প্রণালী
প্রশান্ত ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর
দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
তাতার প্রণালী
জাপান সাগর ও ওখস্টক সাগর
পূর্ব রাশিয়া ও সাখালিন দ্বীপপুঞ্জ
বাব এল মান্দেব প্রণালী
লোহিত সাগর ও অ্যাডেন উপসাগর
সোমালিয়া ও ইয়েমেন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Major Straits of the World
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Tuesday, 21 March 2023

March 21, 2023

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK Questions

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK Questions

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK Questions
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গুরুত্বপূর্ণ কতকগুলি জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম, যেগুলি তোমাদের কলকাতা পুলিশ এর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police GK Questions :

০১. পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন এসিড থাকে ? 
উত্তরঃ ফরমিক এসিড/মিথানয়িক এসিড।

০২. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে ?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর।

০৩. অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে ?
উত্তরঃ মৌলভী আহমদ উল্লাহ।

০৪. শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি ?
উত্তরঃ SEBI.

০৫. ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালক কে ?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।

০৬. ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে ?
উত্তরঃ ওম বিড়লা।

০৭. সুয়েজ খাল সংযুক্ত করেছে -
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

০৮. সারনাথের 'Lion Capital' টি কোন রাজা নির্মাণ করেন ?
উত্তরঃ অশোক।

০৯. ঋগ্বেদর যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন ?
উত্তরঃ সপ্তসিন্ধু এলাকায়।

১০. আর্যরা কবে ভারতে আসে ? 
উত্তরঃ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে।

১১. রেগুর মৃত্তিকা অপর নাম কি ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

১২. মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি ? 
উত্তরঃ সিরোজেম।

১৩. গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলে ?
উত্তরঃ রণ।

১৪. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।

১৫. দক্ষিণ রেলপথের সদর দফতর কোথায় আছে ?
উত্তরঃ চেন্নাইতে।

১৬. বনচাঁড়ালের পাতার চলনকে কী বলে ?
উত্তরঃ প্রকরণ বক্রচলন।

১৭. মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয় ?
উত্তরঃ হিমাচুরিয়া।

১৮. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ শ্যামজি কৃষ্ণ বর্মা।

১৯. হান্টার কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮২ সালে।

২০. আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ২রা অক্টোবর।

প্রশ্ন উত্তর গুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police GK Questions 01
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


March 21, 2023

জেনারেল নলেজ কুইজ | General Knowledge Quiz Part 336

জেনারেল নলেজ কুইজ | General Knowledge Quiz Part 336

জেনারেল নলেজ কুইজ | General Knowledge Quiz Part 336
জেনারেল নলেজ কুইজ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জেনারেল নলেজ কুইজ পর্ব-৩৩৬ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৩৩৬
বিষয় জেনারেল নলেজ
প্রশ্ন সংখ্যা ৩০
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: