Breaking







Friday, 5 December 2025

December 05, 2025

5th December 2025 Current Affairs in Bengali | ৫ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

5th December 2025 Current Affairs in Bengali | ৫ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

5th December 2025 Current Affairs in Bengali | ৫ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
5th December 2025 Current Affairs in Bengali | ৫ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 5th December 2025

1.বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় ৫ই ডিসেম্বর; এবছরের থিম হলো- "Healthy Soils for Healthy Cities"
2.UN Report 2025 অনুযায়ী টোকিওকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হয়ে উঠলো জাকার্তা
3.ভারতীয় ক্রিকেটের Official Colour Partner হিসাবে BCCI-এর সাথে পার্টনারশিপ করলো Asian Paints
4.Spirits Business Awards 2025-এ Global Rum Brand of the Year জিতলো ভারতীয় Rum ব্র্যান্ড Camikara
5.সম্প্রতি ৯১ বছর বয়সে মারা গেলেন ভারতনাট্যম কিংবদন্তি কুমারী কমলা
6.WPL 2026 Auction-এ সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা
7.মঙ্গল গ্রহে ৩.৫ বিলিয়ন বছরের পুরানো একটি গর্তের নামকরণ করা হয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক এম এস কৃষ্ণানের নামে
8.World Professional Jiu-Jitsu Championship 2025-এ ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ক্রীড়াবিদ Giovanna de Sequeira
9.ভারতের প্রথম "Water-Positive" মর্যাদা অর্জন করলো দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
10.ভারতকে পরাজিত করে 31st Sultan Azlan Shah Cup 2025 জিতলো বেলজিয়াম

December 05, 2025

কলকাতা পুলিশ জিকে PDF | Kolkata Police GK in Bengali PDF

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK in Bengali PDF

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK in Bengali PDF
কলকাতা পুলিশ জিকে PDF | Kolkata Police GK in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ জিকে PDF টি শেয়ার করলাম। যেটিতে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টরসার্জেন্ট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর

০১.পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন এসিড থাকে? 
উত্তরঃ ফরমিক এসিড/মিথানয়িক এসিড।

০২.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর।

০৩.অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উত্তরঃ মৌলভী আহমদ উল্লাহ।

০৪.শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
উত্তরঃ SEBI.

০৫.ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালক কে?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।

০৬.ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে?
উত্তরঃ ওম বিড়লা।

০৭.সুয়েজ খাল সংযুক্ত করেছে-
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

০৮.সারনাথের 'Lion Capital' টি কোন রাজা নির্মাণ করেন?
উত্তরঃ অশোক।

০৯.ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন?
উত্তরঃ সপ্তসিন্ধু এলাকায়।

১০.আর্যরা কবে ভারতে আসে? 
উত্তরঃ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে।

১১.রেগুর মৃত্তিকা অপর নাম কি?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

১২.মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? 
উত্তরঃ সিরোজেম।

১৩.গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলে?
উত্তরঃ রণ।

১৪.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।

১৫.দক্ষিণ রেলপথের সদর দফতর কোথায় আছে?
উত্তরঃ চেন্নাইতে।

১৬.বনচাঁড়ালের পাতার চলনকে কী বলে?
উত্তরঃ প্রকরণ বক্রচলন।

১৭.মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয়?
উত্তরঃ হিমাচুরিয়া।

১৮.ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? 
উত্তরঃ শ্যামজি কৃষ্ণ বর্মা।

১৯.হান্টার কমিশন কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৮৮২ সালে।

২০.আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ২রা অক্টোবর। 

২১.সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ ফুটবল।

২২.অলিম্পিক গেমসের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৯৬ সালে।

২৩.তামা ও টিনের মিশ্রণে কোন ধাতু তৈরি হয়?
উত্তরঃ ব্রোঞ্জ। 

২৪.ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে?
উত্তরঃ ২টি।

২৫.ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত?
উত্তরঃ করমন্ডল উপকূল।

২৬.ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়?
উত্তরঃ মুম্বাইয়ে।

২৭.সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ ফ্রী স্টাইল কুস্তি।

২৮.দেহে অতিরিক্ত শর্করা কোন রূপে সঞ্চিত থাকে?
উত্তরঃ গ্লাইকোজেন রূপে।

২৯.অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তরঃ ভানু আথাইয়া।

৩০.সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৫২ সালে।

৩১.কে বা কারা ভারতবর্ষেপঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

৩২.৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? 
উত্তরঃ মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল-সিসি।

৩৩.ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ লিওনেল মেসি।

৩৪.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তরঃ মঙ্গল পান্ডে।

৩৫.ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন?
উত্তরঃ রাল্ফ ফিচ। 

৩৬.জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?
উত্তরঃ ২৬শে নভেম্বর।

৩৭.ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ আছে?
উত্তরঃ ১২টি।

৩৮.'দেবানং প্রিয় প্রিয়দর্শী' উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ অশোক।

৩৯.কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।

৪০.ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত এখানে 'ল্যাপ' কথাটির অর্থ কি?
উত্তরঃ কোল। 

৪১.হুতোম প্যাঁচা কার ছন্দনাম?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।

৪২.একটি মিশ্র স্নায়ুর নাম কি?
উত্তরঃ ভেগাস।

৪৩.মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ ৭টি।

৪৪.ভারতীয় কোন তথ্য চিত্র সম্প্রতি সালে অস্কার লাভ করলো?
উত্তরঃ দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স।

৪৫.মাটির রং লাল হয় কেন?
উত্তরঃ লৌহের উপস্থিতির কারণে।

৪৬.'হেপাটাইটিস-বি' ভাইরাস কোন রোগের কারণ?
উত্তরঃ জন্ডিস।

৪৭.পৃথিবীতে কোন ফল বেশি উৎপন্ন হয়?
উত্তরঃ কলা।

৪৮.স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কিসের স্লোগান?
উত্তরঃ ফরাসী বিপ্লবের।

৪৯.সুরজিৎ চ্যাটার্জী কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ পিয়ানো।

৫০.'কাদম্বরী'- গ্রন্থের লেখক কে?
উত্তরঃ বাণভট্ট।

৫১.স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত?
উত্তরঃ শিখ।

৫২.ভারতের প্রাচীনতম গ্রন্থ কি?
উত্তরঃ ঋকবেদ।

৫৩.ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার শিবপুরে।

৫৪.উদয়শঙ্কর কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ নৃত‍্য।

৫৫.নোভাক জকোভিচের ডাকনাম কী?
উত্তরঃ নোল (Nole)।

৫৬.মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ টেনিস।

৫৭.পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল?
উত্তরঃ ৫৬২ টি।

৫৮.ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭,৫১৬.৬ কিলোমিটার।

৫৯.বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে।

৬০.উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুতে বর্জ্য পদার্থ জমা হয়?
উত্তরঃ ভ্যাকুওল। 

৬১.কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে?
উত্তরঃ গ্রাফাইট।

৬২.কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্থক্য একই?
উত্তরঃ -৪০ডিগ্রি সেলসিয়াস।

৬৩.বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয় দ্বীপ কোনটি?
উত্তরঃ ব্যারেন দ্বীপ।

৬৪.ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি?
উত্তরঃ মারিনা ব্রিচ।

৬৫.জলে ভাসে এমন ধাতুর নাম বলো?
উত্তরঃ লিথিয়াম ও সোডিয়াম।

৬৬.২০১১ সালের জনগণনা অনুসারে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ চতুর্থ।

৬৭.কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে।

৬৮.ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ ডায়াবেটিস।

৬৯.কোন পেশিতে অনুপ্রস্থ রেখা দেখা যায় না?
উত্তরঃ অরেখ পেশিতে।

৭০.ভারতের সংবিধান সংশোধন করা হয় কোন ধারা অনুসারে?
উত্তরঃ ৩৬৮নং ধারা।

৭১.মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কবে বাদ দেওয়া হয়?
উত্তরঃ ১৯৭৮ সালে।

৭২.প্রথম শিখ যুদ্ধ কবে হয়? 
উত্তরঃ ১৮৪৫-৪৬ খ্রিস্টাব্দে।

৭৩.কোন শহরকে "সিটি অফ প্যালেস" বলা হয়?
উত্তরঃ কলকাতা।

৭৪.জন-গণ-মন জাতীয় সংগীতটি কবে প্রথম গাওয়া হয়?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

৭৫.ভারতীয় ফুটবলে প্রথম 'অর্জুন পুরস্কার' কে পান?
উত্তরঃ পি.কে.ব্যানার্জী।

৭৬.কে ভারতের প্রথম মডেল যিনি বিশ্ব সুন্দরী হন?
উত্তরঃ রীতা ফারিয়া।

৭৭.কবে হিজরি যুগের সূচনা হয়?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।

৭৮.কেরলের প্রধান ভাষা কি?
উত্তরঃ মালায়লাম।

৭৯.২০২২ সালের রিপোর্ট অনুসারে ভারতের দুষিততম শহর কোনটি?
উত্তরঃ দিল্লী।

৮০.ভারতের ৭৮তম দাবা গ্র্যান্ড মাষ্টার কে হলেন?
উত্তরঃ কৌস্তব চ্যাটার্জী।

৮১.'কৌলিন্য প্রথা' কে প্রবর্তন করেন?
উত্তরঃ বল্লাল সেন ।

৮২.একাধিক হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর দেহে?
উত্তরঃ কেঁচো।

৮৩.পৃথিবীর একদিন চাঁদের কত দিনের সমান?
উত্তরঃ ১৪ দিনের সমান।

৮৪.প্রথম সবাক চিত্র কোনটি?
উত্তরঃ আলম আরা।

৮৫.ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি?
উত্তরঃ জামনগর।

৮৬.কোন শহরকে 'ভারতের প্যারিস' বলা হয়?
উত্তরঃ জয়পুর।

৮৭.ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কি থেকে?
উত্তরঃ কয়লা।

৮৮.যানবাহনে কোন দর্পণ ব্যবহৃত হয়?
উত্তরঃ উত্তল দর্পণ।

৮৯.শের-ই-পাঞ্জাব কাকে বলা হয়?
উত্তরঃ রঞ্জিৎ সিংহকে।

৯০.দিল্লির 'লালকেল্লা' কে নির্মাণ করেন?
উত্তরঃ শাহজাহান।

৯১.'ভিব্ৰিও কলেরি' কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া?
উত্তরঃ কলেরা।

৯২.আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম হলো-
উত্তরঃ ব্ল্যাকফুট ডিজিজ।

৯৩.পশ্চিমবঙ্গের আইনসভা কত কক্ষ বিশিষ্ট্য?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ঠ।

৯৪.স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তরঃ ভিটামিন C। 

৯৫.মহিলারা কোন সালে প্রথম অলিম্পিকে অংশ নেয়?
উত্তরঃ ১৯০০ সালে।

৯৬.অন্ত্যোদয় আন্না যোজনা (AAY) কোন সালে চালু হয়?
উত্তরঃ ২০০০ সালে।

৯৭.'সংবাদ কৌমুদি' পত্রিকাটির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায় ।

৯৮.কোন উদ্ভিদকে ইংরাজিতে 'লুকিং গ্লাস ট্রি' নামে  অভিহিত করা হয়?
উত্তরঃ সুন্দরী।

৯৯.মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বীরভূম।

১০০.সিটি অফ জয় কোন শহরকে বলা হয়?
উত্তরঃ কলকাতা।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 100 Kolkata Police GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Thursday, 4 December 2025

December 04, 2025

4th December 2025 Current Affairs in Bengali | ৪ঠা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

4th December 2025 Current Affairs in Bengali | ৪ঠা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

4th December 2025 Current Affairs in Bengali | ৪ঠা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
4th December 2025 Current Affairs in Bengali | ৪ঠা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 4th December 2025

1.ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় ৪ঠা ডিসেম্বর
2.Lok Nayak Foundation Literary Award 2025-এর জন্য নির্বাচিত হয়েছেন তেলেগু লেখক ভেলামালা সিমান্না
3.স্বর্ণ মন্দিরের আশেপাশের আনন্দপুর সাহিব, তালবান্দি সাবো এবং গালিয়ারা এলাকাকে "Holy Cities" হিসাবে ঘোষণা করা হলো পাঞ্জাব
4.সাশ্রয়ী মূল্যের ম্যালেরিয়া ভ্যাকসিনের চুক্তি নিশ্চিত করতে UNICEF-এর সাথে পার্টনারশিপ করলো Gavi
5.2025 Australian Open Super 500 Title জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন
6.Syed Mushtaq Ali Trophy 2025 (India’s Premier Domestic T20 Tournament)-এর ১৮তম সংস্করণ শুরু হয়েছে ভারতে
7.দক্ষতা ও সেবার উন্নয়নে ক্যাডার পুনর্গঠনের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে EPFO
8.নবম শিখ গুরু শ্রী গুরু তেগ বাহাদুর জির নামে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপন করবে পাঞ্জাব
9.নিউ দিল্লীতে Chanakya Defence Dialogue 2025-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
10.সম্প্রতি GI Tag পেল দার্জিলিঙের "ম্যান্ডারিন কমলা" 

December 04, 2025

WBSSC Group D General Awareness Mock Test in Bengali

WBSSC Group D General Awareness Mock Test in Bengali | WBSSC Group D মক টেস্ট || Part-01

WBSSC Group D General Awareness Mock Test in Bengali | WBSSC Group D মক টেস্ট || Part-01
WBSSC Group D General Awareness Mock Test in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBSSC Group D General Awareness Mock Test in Bengali টি শেয়ার করলাম, যেটি আপনাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নিন।

Kolom Quiz
পরীক্ষা WBSSC Group D
বিষয় জেনারেল অ্যাওয়ারনেস
প্রশ্ন সংখ্যা ২০
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


Wednesday, 3 December 2025

December 03, 2025

3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
3rd December 2025 Current Affairs in Bengali | ৩রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 3rd December 2025

1.আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় ৩রা ডিসেম্বর; এবছরের থিম হলো- "Fostering disability-inclusive societies for advancing social progress"
2.স্পেনকে পরাজিত করে 2025 Davis Cup Title জিতলো ইতালি
3.PETA India কর্তৃক ভারতের সেরা নিরামিষ শহর হিসেবে স্বীকৃতি পেল কলকাতা
4.Global Commitment to Development Index (CDI) 2025-এ ভারতের স্থান ৩৬; শীর্ষে রয়েছে সুইডেন
5.শচীন টেন্ডুলকারকে অতিক্রম করে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি
6.দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য নতুন একটি 24×7 হেল্পলাইন নম্বর 14490 চালু করলো National Commission for Women (NCW)
7.পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত
8.'Aapki Yojana-Aapki Sarkar Aapke Dwar' নামে তাদের বার্ষিক জনসেবা প্রচার ক্যাম্পেইন শুরু করলো ঝাড়খণ্ড সরকার
9.ISSF World Championship Rifle/Pistol 2025 অনুষ্ঠিত হলো মিশরের কায়রোতে
10.World Boxing-এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন Gennadiy Golovkin

December 03, 2025

ক্ষুদিরাম বসু কুইজ | Khudiram Bose Quiz in Bengali

ক্ষুদিরাম বসু কুইজ প্রশ্ন ও উত্তর | Khudiram Bose Quiz in Bengali

ক্ষুদিরাম বসু কুইজ প্রশ্ন ও উত্তর | Khudiram Bose Quiz in Bengali
ক্ষুদিরাম বসু কুইজ | Khudiram Bose Quiz in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ক্ষুদিরাম বসু কুইজ টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্পর্কিত কিছু প্রশ্ন দেওয়া আছে। কুইজটিতে অংশ গ্রহণ করতে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করুন।

Kolom Quiz
বিষয় ক্ষুদিরাম বসু
প্রশ্ন সংখ্যা১৭টি
সময় ৩০ সেকেন্ড/প্রশ্ন

Khudiram Bose Quiz
Quiz Application

প্রত্যেকটি প্রশ্নের জন্য সময় ৩০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



December 03, 2025

2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
2nd December 2025 Current Affairs in Bengali | ২রা ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 2nd December 2025

1.বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় ২রা ডিসেম্বর
2.হায়দ্রাবাদে Safran Aircraft Engine Services India Facility-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
3.সমুদ্র বন্দরগুলির জন্য New Security Regulator হিসেবে CISF-কে মনোনীত করলো ভারত সরকার
4.Puma India-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রামপ্রসাদ শ্রীধরন
5.National Legal Services Authority (NALSA)-এর পরবর্তী Executive Chairman হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ
6.হরিয়ানার রেওয়ারিতে Biomass Pellet Plant-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী
7.২০২৬ সালে International IDEA-এর সভাপতিত্ব করবেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
8.ইন্দোরে অনুষ্ঠিত India Open 2025-এ Women's Squash Singles Title জিতলেন অনাহত সিং
9.মহারাষ্ট্রে Road Connectivity বৃদ্ধির জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করলো ADB
10.Dr. Talimeren Ao Junior Girls National Football Championship 2025–26 (Tier-2) শুরু হলো নাগাল্যান্ডে