Breaking







Tuesday, 8 July 2025

8th July 2025 Current Affairs in Bengali | ৮ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

8th July 2025 Current Affairs in Bengali | ৮ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

8th July 2025 Current Affairs in Bengali | ৮ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
8th July 2025 Current Affairs in Bengali | ৮ই জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 8th July 2025

1.FinTech Startup Funding -এ বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে ভারত

প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য

2.থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Phumtham Wechayachai

Phumtham Wechayachai থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্বে আছেন।

থাইল্যান্ড 
রাজধানী : ব্যাংকক
মুদ্রা : থাই বাট
অফিশিয়াল ভাষা : থাই

3.BRICS CCI Women's Wing (2025-2027) -এর সহ-সভাপতি নিযুক্ত হলেন প্রিয়াঙ্কা কক্কর 

প্রিয়াঙ্কা কক্কর হলেন আম আদমি পার্টির প্রধান মুখপাত্র।

4.২৫ বছর ধরে কাজ করার পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো Microsoft
5.ভারতের প্রথম Private Satellite Broadband Service চালু করার অনুমোদন পেল Ananth Technologies

Ananth Technologies হায়দ্রাবাদের একটি কোম্পানি।

6.ওড়িশার ষষ্ঠতম পৌর কর্পোরেশন হয়ে উঠবে পুরী

ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, বহরমপুর এবং রাউরকেলাকে যুক্ত করে পুরী রাজ্যের ষষ্ঠ পৌর কর্পোরেশন হবে।

7.সম্প্রতি ভারতকে বিশ্বের চতুর্থ Most Equal Country হিসেবে স্থান দিল World Bank
8.রেশনের জন্য Aadhaar-Based Face Authentication চালু করা প্রথম রাজ্য হলো হিমাচলপ্রদেশ
9.সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন Jennifer Geerlings-Simons

সুরিনাম দক্ষিণ আমেরিকার একটি দেশ।
রাজধানী : পারামারিবো
ভাষা : ডাচ 
মুদ্রা : ডলার

10.‘America Party’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন Elon Musk

No comments:

Post a Comment