কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK in Bengali PDF
![]() |
| কলকাতা পুলিশ জিকে PDF | Kolkata Police GK in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ জিকে PDF টি শেয়ার করলাম। যেটিতে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর
০১.পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন এসিড থাকে?
উত্তরঃ ফরমিক এসিড/মিথানয়িক এসিড।
০২.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর।
০৩.অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উত্তরঃ মৌলভী আহমদ উল্লাহ।
০৪.শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
উত্তরঃ SEBI.
০৫.ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালক কে?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।
০৬.ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে?
উত্তরঃ ওম বিড়লা।
০৭.সুয়েজ খাল সংযুক্ত করেছে-
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
০৮.সারনাথের 'Lion Capital' টি কোন রাজা নির্মাণ করেন?
উত্তরঃ অশোক।
০৯.ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন?
উত্তরঃ সপ্তসিন্ধু এলাকায়।
১০.আর্যরা কবে ভারতে আসে?
উত্তরঃ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে।
১১.রেগুর মৃত্তিকা অপর নাম কি?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।
১২.মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?
উত্তরঃ সিরোজেম।
১৩.গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলে?
উত্তরঃ রণ।
১৪.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।
১৫.দক্ষিণ রেলপথের সদর দফতর কোথায় আছে?
উত্তরঃ চেন্নাইতে।
১৬.বনচাঁড়ালের পাতার চলনকে কী বলে?
উত্তরঃ প্রকরণ বক্রচলন।
১৭.মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয়?
উত্তরঃ হিমাচুরিয়া।
১৮.ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শ্যামজি কৃষ্ণ বর্মা।
১৯.হান্টার কমিশন কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৮৮২ সালে।
২০.আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ২রা অক্টোবর।
২১.সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ ফুটবল।
২২.অলিম্পিক গেমসের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৯৬ সালে।
২৩.তামা ও টিনের মিশ্রণে কোন ধাতু তৈরি হয়?
উত্তরঃ ব্রোঞ্জ।
২৪.ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে?
উত্তরঃ ২টি।
২৫.ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত?
উত্তরঃ করমন্ডল উপকূল।
২৬.ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়?
উত্তরঃ মুম্বাইয়ে।
২৭.সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ ফ্রী স্টাইল কুস্তি।
২৮.দেহে অতিরিক্ত শর্করা কোন রূপে সঞ্চিত থাকে?
উত্তরঃ গ্লাইকোজেন রূপে।
২৯.অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তরঃ ভানু আথাইয়া।
৩০.সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৫২ সালে।
৩১.কে বা কারা ভারতবর্ষেপঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।
৩২.৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন?
উত্তরঃ মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল-সিসি।
৩৩.ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ লিওনেল মেসি।
৩৪.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তরঃ মঙ্গল পান্ডে।
৩৫.ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন?
উত্তরঃ রাল্ফ ফিচ।
৩৬.জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?
উত্তরঃ ২৬শে নভেম্বর।
৩৭.ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ আছে?
উত্তরঃ ১২টি।
৩৮.'দেবানং প্রিয় প্রিয়দর্শী' উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ অশোক।
৩৯.কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৪০.ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত এখানে 'ল্যাপ' কথাটির অর্থ কি?
উত্তরঃ কোল।
৪১.হুতোম প্যাঁচা কার ছন্দনাম?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।
৪২.একটি মিশ্র স্নায়ুর নাম কি?
উত্তরঃ ভেগাস।
৪৩.মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ ৭টি।
৪৪.ভারতীয় কোন তথ্য চিত্র সম্প্রতি সালে অস্কার লাভ করলো?
উত্তরঃ দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স।
৪৫.মাটির রং লাল হয় কেন?
উত্তরঃ লৌহের উপস্থিতির কারণে।
৪৬.'হেপাটাইটিস-বি' ভাইরাস কোন রোগের কারণ?
উত্তরঃ জন্ডিস।
৪৭.পৃথিবীতে কোন ফল বেশি উৎপন্ন হয়?
উত্তরঃ কলা।
৪৮.স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কিসের স্লোগান?
উত্তরঃ ফরাসী বিপ্লবের।
৪৯.সুরজিৎ চ্যাটার্জী কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ পিয়ানো।
৫০.'কাদম্বরী'- গ্রন্থের লেখক কে?
উত্তরঃ বাণভট্ট।
৫১.স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত?
উত্তরঃ শিখ।
৫২.ভারতের প্রাচীনতম গ্রন্থ কি?
উত্তরঃ ঋকবেদ।
৫৩.ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার শিবপুরে।
৫৪.উদয়শঙ্কর কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ নৃত্য।
৫৫.নোভাক জকোভিচের ডাকনাম কী?
উত্তরঃ নোল (Nole)।
৫৬.মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ টেনিস।
৫৭.পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল?
উত্তরঃ ৫৬২ টি।
৫৮.ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭,৫১৬.৬ কিলোমিটার।
৫৯.বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে।
৬০.উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুতে বর্জ্য পদার্থ জমা হয়?
উত্তরঃ ভ্যাকুওল।
৬১.কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে?
উত্তরঃ গ্রাফাইট।
৬২.কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্থক্য একই?
উত্তরঃ -৪০ডিগ্রি সেলসিয়াস।
৬৩.বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয় দ্বীপ কোনটি?
উত্তরঃ ব্যারেন দ্বীপ।
৬৪.ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি?
উত্তরঃ মারিনা ব্রিচ।
৬৫.জলে ভাসে এমন ধাতুর নাম বলো?
উত্তরঃ লিথিয়াম ও সোডিয়াম।
৬৬.২০১১ সালের জনগণনা অনুসারে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ চতুর্থ।
৬৭.কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে।
৬৮.ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ ডায়াবেটিস।
৬৯.কোন পেশিতে অনুপ্রস্থ রেখা দেখা যায় না?
উত্তরঃ অরেখ পেশিতে।
৭০.ভারতের সংবিধান সংশোধন করা হয় কোন ধারা অনুসারে?
উত্তরঃ ৩৬৮নং ধারা।
৭১.মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কবে বাদ দেওয়া হয়?
উত্তরঃ ১৯৭৮ সালে।
৭২.প্রথম শিখ যুদ্ধ কবে হয়?
উত্তরঃ ১৮৪৫-৪৬ খ্রিস্টাব্দে।
৭৩.কোন শহরকে "সিটি অফ প্যালেস" বলা হয়?
উত্তরঃ কলকাতা।
৭৪.জন-গণ-মন জাতীয় সংগীতটি কবে প্রথম গাওয়া হয়?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।
৭৫.ভারতীয় ফুটবলে প্রথম 'অর্জুন পুরস্কার' কে পান?
উত্তরঃ পি.কে.ব্যানার্জী।
৭৬.কে ভারতের প্রথম মডেল যিনি বিশ্ব সুন্দরী হন?
উত্তরঃ রীতা ফারিয়া।
৭৭.কবে হিজরি যুগের সূচনা হয়?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।
৭৮.কেরলের প্রধান ভাষা কি?
উত্তরঃ মালায়লাম।
৭৯.২০২২ সালের রিপোর্ট অনুসারে ভারতের দুষিততম শহর কোনটি?
উত্তরঃ দিল্লী।
৮০.ভারতের ৭৮তম দাবা গ্র্যান্ড মাষ্টার কে হলেন?
উত্তরঃ কৌস্তব চ্যাটার্জী।
৮১.'কৌলিন্য প্রথা' কে প্রবর্তন করেন?
উত্তরঃ বল্লাল সেন ।
৮২.একাধিক হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর দেহে?
উত্তরঃ কেঁচো।
৮৩.পৃথিবীর একদিন চাঁদের কত দিনের সমান?
উত্তরঃ ১৪ দিনের সমান।
৮৪.প্রথম সবাক চিত্র কোনটি?
উত্তরঃ আলম আরা।
৮৫.ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি?
উত্তরঃ জামনগর।
৮৬.কোন শহরকে 'ভারতের প্যারিস' বলা হয়?
উত্তরঃ জয়পুর।
৮৭.ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কি থেকে?
উত্তরঃ কয়লা।
৮৮.যানবাহনে কোন দর্পণ ব্যবহৃত হয়?
উত্তরঃ উত্তল দর্পণ।
৮৯.শের-ই-পাঞ্জাব কাকে বলা হয়?
উত্তরঃ রঞ্জিৎ সিংহকে।
৯০.দিল্লির 'লালকেল্লা' কে নির্মাণ করেন?
উত্তরঃ শাহজাহান।
৯১.'ভিব্ৰিও কলেরি' কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া?
উত্তরঃ কলেরা।
৯২.আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম হলো-
উত্তরঃ ব্ল্যাকফুট ডিজিজ।
৯৩.পশ্চিমবঙ্গের আইনসভা কত কক্ষ বিশিষ্ট্য?
উত্তরঃ এক কক্ষ বিশিষ্ঠ।
৯৪.স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তরঃ ভিটামিন C।
৯৫.মহিলারা কোন সালে প্রথম অলিম্পিকে অংশ নেয়?
উত্তরঃ ১৯০০ সালে।
৯৬.অন্ত্যোদয় আন্না যোজনা (AAY) কোন সালে চালু হয়?
উত্তরঃ ২০০০ সালে।
৯৭.'সংবাদ কৌমুদি' পত্রিকাটির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায় ।
৯৮.কোন উদ্ভিদকে ইংরাজিতে 'লুকিং গ্লাস ট্রি' নামে অভিহিত করা হয়?
উত্তরঃ সুন্দরী।
৯৯.মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বীরভূম।
১০০.সিটি অফ জয় কোন শহরকে বলা হয়?
উত্তরঃ কলকাতা।
প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 100 Kolkata Police GK
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
Also Check ⇣

No comments:
Post a Comment