9th December 2025 Current Affairs in Bengali | ৯ই ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 9th December 2025
1.আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় ৯ই ডিসেম্বর; এবছরের থিম হলো- "Uniting with Youth Against Corruption: Shaping Tomorrow's Integrity"
2.International Maritime Organization (IMO) Council-এ Category B-তে পুনরায় নির্বাচিত হলো ভারত
3.রায়পুরে 60th DGP–IGP Conference-এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
4.Central Board of Indirect Taxes & Customs (CBIC)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IRS অফিসার বিবেক চতুর্বেদী
5.BSF-এর Director General হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন IBTP চিফ প্রবীণ কুমার
6.বিমান সদর দপ্তরে Director General (Inspection & Safety) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার মার্শাল তেজবীর সিং
7.4th Kashi Tamil Sangamam অনুষ্ঠিত হচ্ছে বারাণসীতে
8.জাতীয় মহাসড়ক জুড়ে টেলিকম-ভিত্তিক সুরক্ষা সতর্কতা ব্যবস্থা স্থাপন করতে Reliance Jio-এর সাথে MoU স্বাক্ষর করলো NHAI
9.বিহার বিধানসভার ১৮তম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ড. প্রেম কুমার
10.Punjab National Bank-এর প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন হরমনপ্রীত কৌর

No comments:
Post a Comment