28th December 2025 Current Affairs in Bengali | ২৮শে ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 28th December 2025
1.ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে 'DESERT CYCLONE-II' নামে যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে আবুধাবিতে
2.সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে আটটি ব্ল্যাক-ক্যাপড ক্যাপুচিন বানর আমদানি করেছে বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক
3.IDFC FIRST Private & Hurun India's Top 200 Self-made Entrepreneurs of the Millennia 2025 তালিকায় শীর্ষে রয়েছেন দীপিন্দর গোয়েল
4.ওমানের সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষর করলো ভারত
5.কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক দ্বারা সম্মানিত হলেন হরিয়ানার জিন্দ জেলার সিনিয়র CRPF অফিসার দীনেশ খটক
6.Airtel India-এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন শাশ্বত শর্মা
7.হরিয়ানাকে পরাজিত করে Syed Mushtaq Ali Trophy 2025 জিতলো ঝাড়খণ্ড
8.Global Investment Risk and Resilience Index 2025-এ ভারতের স্থান ১০৪
9.নেপালের APF (Armed Police Forces)-কে পরাজিত করে SAFF Women's Club Championship 2025 জিতলো ভারতের East Bengal FC
10.FIFA Best Football Awards 2025 অনুষ্ঠিত হলো কাতারের দোহায়

No comments:
Post a Comment