29th November 2025 Current Affairs in Bengali | ২৯শে নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 29th November 2025
1.2026 U-19 Cricket World Cup যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া
2.ভারতের ২৬তম মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন তেলেঙ্গানার ১৯ বছর বয়সী সরায়ু ভেলপুলা
3.Sickle Cell Disease-এর জন্য ভারতের তৈরি প্রথম দেশীয় CRISPR-based Gene Therapy-র নাম হলো BIRSA 101
4.সেকেন্দ্রাবাদে 2nd Bharatiya Kalamahotsav-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
5.26th International Conference of the Chief Justices of the World 2025 অনুষ্ঠিত হলো লখনউতে
6.Bajaj Alternate Investment Management-এর CIO হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জিতেন্দ্র গোহিল
7.মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ৫টি শাবকের জন্ম দিল ভারতে জন্ম নেওয়া প্রথম চিতা 'মুখি'
8.ভারতের নতুন টেলিকম সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন IAS অফিসার অমিত আগরওয়াল
9.SC সম্পর্কিত মামলাগুলির জন্য ভারতের প্রথম State-Level Dedicated Courtroom খুললো পাঞ্জাব SC কমিশন
10.সম্প্রতি GI Tag পেল গুজরাটের "Ambaji Marble"

No comments:
Post a Comment