4th October 2025 Current Affairs in Bengali | ৪ঠা অক্টোবর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 4th October 2025
1.বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় ৪ঠা অক্টোবর; এবছরের থিম হলো- "Save Animals, Save the Planet!"
2.অক্টোবর, ২০২৭ থেকে সমস্ত বৈদ্যুতিক যানবাহনে শব্দ সতর্কতা বাধ্যতামূলক করবে সরকার
3.3rd Unmesha International Literature Festival অনুষ্ঠিত হলো বিহারের পাটনায়
4.Indigenous Technology Development-এর জন্য IIT Ropar-এর সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় বিমান বাহিনী
5.২০২৫ সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের স্মার্টফোন রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৪৮%
6.সম্প্রতি আন্দামান দ্বীপপুঞ্জে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার আবিষ্কার করলো Oil India Ltd
7.এপ্রিল, ২০২৬ থেকে ডিজিটাল পেমেন্টের জন্য 2 Factor Authentication বাধ্যতামূলক করবে RBI
8.BCCI-এর ৩৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দিল্লীর প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহাস
9.সম্প্রতি অবসর ঘোষণা করলেন স্পেনের ফুটবল খেলোয়াড় Sergio Busquets
10.2024 Lata Mangeshkar Award-এ ভূষিত হলেন সোনু নিগম
No comments:
Post a Comment