29th September 2025 Current Affairs in Bengali | ২৯শে সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
29th September 2025 Current Affairs in Bengali | ২৯শে সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 29th September 2025
1.বিশ্ব হৃদপিণ্ড দিবস পালন করা হয় ২৯শে সেপ্টেম্বর; এবছরের থিম হলো- "Don't Miss a Beat"
2.Advertising Standards Council of India (ASCI) -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন Pidilite Industries -এর MD সুধাংশু ভাটস
3.Kroll Report 2024 অনুযায়ী Indian Celebrity Brand Rankings -এ শীর্ষে রয়েছেন বিরাট কোহলি
4.বিমান চলাচল সুরক্ষা তদারকিতে অগ্রগতির জন্য ICAO Council President Certificate পেল ভারত
5.Rail-Based Launcher থেকে Agni-Prime Missile সফলভাবে পরীক্ষা করলো ভারত
6.২০২৬ সালে ভারতে S-400 Missile Systems সরবরাহ সম্পন্ন করবে রাশিয়া
7.Botanical Survey of India (BSI) -এর ১৩তম ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কণাদ দাস
8.সম্প্রতি ৯৪ বছর বয়সে মারা গেলেন কন্নড় লেখক Dr S. L. Bhyrappa
9.আহমেদাবাদে 11th Asian Aquatics Championships 2025 হোস্ট করবে ভারত
10.ভারতের জাতীয় দলের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে Big Bash League (BBL) -এ অংশগ্রহণ করতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন
No comments:
Post a Comment