1st September 2025 Current Affairs in Bengali | ১লা সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
1st September 2025 Current Affairs in Bengali | ১লা সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 1st September 2025
1.পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় ১লা সেপ্টেম্বর
2.মার্চ, ২০২৬ থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করবে দক্ষিণ কোরিয়া
3.ভারতের প্রথম National Biofoundry Network লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
4.Punjab National Bank (PNB) তার প্রথম Startup Branch খুলেছে নিউ দিল্লীতে
5.Jammu and Kashmir Bank -এর Non-Executive Chairman হিসেবে মনোনীত হলেন এস কৃষ্ণন
6.Purchasing Power Parity (PPP)-এর নিরিখে ২০৩৮ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত
7.Solar Energy Corporation of India (SECI) Limited -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আকাশ ত্রিপাঠী
8.৬৩ লক্ষেরও বেশি প্রবীণ সৈনিকের পরিষেবা উন্নত করতে QCI -এর সাথে MoU স্বাক্ষর করলো প্রতিরক্ষা মন্ত্রক
9.প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার হিসেবে World Athletics Championships -এ যোগ্যতা অর্জন করলেন অনিমেষ কুজুর
10.'Exercise Bright Star 2025' -এ অংশগ্রহণের জন্য ৭০০ জনেরও বেশি সৈন্য পাঠাবে ভারত
No comments:
Post a Comment