10th September 2025 Current Affairs in Bengali | ১০ই সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
| 10th September 2025 Current Affairs in Bengali | ১০ই সেপ্টেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 10th September 2025
1.বিশাখাপত্তনমে ভারতের প্রথম AI CoE তৈরি করতে Tech Bharat Foundation -এর সাথে MoU স্বাক্ষর করলো অন্ধ্রপ্রদেশ সরকার
2.নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন Khadga Prasad Oli
3.২০২৩-২৪ সাল অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ৭৪% থেকে বৃদ্ধি পেয়ে হলো ৮০.৯%
4.সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে উৎসর্গ করে স্পেশাল কয়েন লঞ্চ করবে RBI
5.2025 Italian Grand Prix জিতলেন বেলজিয়ান-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen
6.CAFA Nations Cup 2025-এ ব্রোঞ্জ মেডেল জিতলো ভারতীয় টিম
7.রাশিয়ার তৈরি "Enteromix" নামক ক্যান্সার ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় ১০০% কার্যকারিতা দেখিয়েছে
8.তিরুপতিতে স্পেস সিটি তৈরি করবে অন্ধ্রপ্রদেশ সরকার
9.বন্যাকবলিত পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের উদ্ধারকার্যের জন্য Operation Rahat লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি
10.ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সি.পি. রাধাকৃষ্ণন

No comments:
Post a Comment