Breaking







Wednesday, 2 July 2025

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF || Part-03

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF
রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা ১০০টি কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন

২০১.গোয়ার সরকারী ভাষা কি?
উত্তরঃ কোঙ্কনি।

২০২.সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ জ্যোতিবা ফুলে।

২০৩.ভারতের কোথায় প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার খোলা হয়েছে?
উত্তরঃ কেরলে।

২০৪.বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
উত্তরঃ টাংস্টেন।

২০৫.গ্লুকোজ এর সংকেত কি?
উত্তরঃ C6H12O6.

২০৬.কোন রাজ্য সরকার ই-পঞ্চায়েত পুরস্কার ২০২১ জিতেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

২০৭.মার্চ ২০২২ পর্যন্ত মোট কতগুলি শাস্ত্রীয় ভাষা আছে?
উত্তরঃ ছয়টি।

২০৮.RBI এর গভর্নর পদে শক্তিকান্ত দাস কত সালে নিযুক্ত হন?
উত্তরঃ ২০১৮ সালে।

২০৯.স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ আর.কে. সম্মূখম চেট্টি।

২১০.বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক।

২১১.NBFC এর সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ Non Banking Financial Companies.

২১২.আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

২১৩.ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়?
উত্তরঃ দুধে।

২১৪.আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি মৌল আছে?
উত্তরঃ ১১৮টি।

২১৫.দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল?
উত্তরঃ রাজস্থান।

২১৬.প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ দাবা।

২১৭.লোসার উৎসব কোথায় পালিত হয়?
উত্তরঃ লাদাখ।

২১৮.সাজো উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

২১৯.সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ নর্মদা।

২২০.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

২২১.চৌরিচৌরা ঘটনা কোথায় হয়েছিল?
উত্তরঃ গোরখপুর।

২২২.লোহিত নদী কোন নদীর শাখা নদী?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

২২৩.দ্রুত খাবার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সোডিয়াম বাই কার্বনেট।

২২৪.নিউল্যান্ডের অষ্টক সূত্রে শেষ মৌল কোনটি?
উত্তরঃ থোরিয়াম।

২২৫.১৯৩৪ সালে জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ।

২২৬.শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ দিল্লীতে।

২২৭.ভারতে কবে ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে।

২২৮.ফটোগ্রাফিক ফিল্মে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলভার ব্রোমাইড।

২২৯.জাতীয় ঐক্য দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ৩১শে অক্টোবর।

২৩০.LIC এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ এম.আর. কুমার।

২৩১.আনাইমুদি পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।

২৩২.ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।

২৩৩.জৈন ধর্মে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন?
উত্তরঃ ২৪তম।

২৩৪.নিতু ঘাংঘাস কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ বক্সিং।

২৩৫.২০০৮ সালে কোন ভাষাটি ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছিল?
উত্তরঃ কন্নড় এবং তেলেগু।

২৩৬.পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উত্তরঃ ৩৩ শতাংশ।

২৩৭.শিশুদের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে?
উত্তরঃ পিতা।

২৩৮.পালিতানা মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট।

২৩৯.ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি?
উত্তরঃ গোদাবরী।

২৪০.ভাটনগর পুরস্কার ২০২১ মোট কতজন গবেষক পেয়েছেন?
উত্তরঃ ১১জন।

২৪১.বিশু কোন রাজ্যের উৎসব?
উত্তরঃ কেরালা।

২৪২.স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

২৪৩.২০২২ সালে কোন প্যারা অ্যাথলিটকে পদ্মভূষণ দেওয়া হয়েছে?
উত্তরঃ দেবেন্দ্র ঝাঝারিয়া।

২৪৪.এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ নটরাজন চন্দ্রশেখরণ।

২৪৫.ভারতের প্রথম জনগণনা কবে হয়?
উত্তরঃ ১৮৭২ সালে।

২৪৬.আত্মঘাতী থলি কাকে বলা হয়?
উত্তরঃ লাইসোজোমকে।

২৪৭.আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দারস্থ হতে পারি?
উত্তরঃ সুপ্রিম কোর্টের।

২৪৮.ঋকবেদে মোট কতগুলি সূক্ত বা স্তোত্র রয়েছে?
উত্তরঃ ১০২৮টি।

২৪৯.ADSL এর পুরো নাম কি?
উত্তরঃ Asymmetric Digital Subscriber Line.

২৫০.শেভারয় পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ পূর্বঘাট পর্বতমালায়।

২৫১.৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৯২ সালে।

২৫২.ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক।

২৫৩.কমনয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বার্মিংহাম, ইংল্যান্ড।

২৫৪.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল?
উত্তরঃ ১৯৫১-৫৬ সাল।

২৫৫.বনস নদী কোন নদীর শাখা নদী?
উত্তরঃ চম্বল নদী।

২৫৬.ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?
উত্তরঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

২৫৭.ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক কোনটি?
উত্তরঃ HDFC ব্যাঙ্ক।

২৫৮.বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে?
উত্তরঃ বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব।

২৫৯.বাওম্যানস ক্যাপসুল কোথায় অবস্থিত?
উত্তরঃ বৃক্ক।

২৬০.সংসদীয় বিষয়ক মন্ত্রী কে হয়েছেন?
উত্তরঃ প্রহ্লাদ যোশী।

২৬১.মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

২৬২.হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ নাগাল্যান্ড।

২৬৩.হিরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর উপর?
উত্তরঃ মহানদী।

২৬৪.মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে।

২৬৫.বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ কোশী নদীকে।

২৬৬.কোন উৎসবটি গোয়াতে পালিত হয়?
উত্তরঃ শিগমো।

২৬৭.কোন দর্পণে ফোকাস দূরত্ব সবসময়ই ঋণাত্মক হবে?
উত্তরঃ অবতল দর্পণ।

২৬৮.Yonex Sunrise India Open 2022 কে জিতেছে?
উত্তরঃ লক্ষ্য সেন।

২৬৯.বোরাক্স কি থেকে তৈরি হয়?
উত্তরঃ ওয়াশিং সোডা।

২৭০.জৈন ধর্মের বাস্তবিক রূপ কে দিয়েছেন?
উত্তরঃ মহাবীর।

২৭১.মেন্ডেলিফের পর্যায় সারণি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২ সালে।

২৭২.নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ভগত সিং।

২৭৩.বেনুবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ ত্রিপুরা।

২৭৪.কোনটির বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম?
উত্তরঃ সিলভার।

২৭৫.ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি?
উত্তরঃ নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প।

২৭৬.১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত?
উত্তরঃ ২০১২-১৭ সাল পর্যন্ত।

২৭৭.কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তরঃ ১৯১১ সালে।

২৭৮.পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়?
উত্তরঃ ৫ বছর।

২৭৯.রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

২৮০.ককবরক কোন রাজ্যের ভাষা?
উত্তরঃ ত্রিপুরা।

২৮১.অক্সিজেনের সংযোজনকে কি বলে?
উত্তরঃ অক্সিডেশন।

২৮২.কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বির পরিপূর্ণ পরিপাক কোথায় হয়?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে।

২৮৩.আধিবান বাস্করন কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ দাবা।

২৮৪.কোন রাজ্যে মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে?
উত্তরঃ আসাম।

২৮৫.খার্চি পূজা কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ ত্রিপুরা।

২৮৬.অর্থ কমিশনের গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?
উত্তরঃ ২৮০।

২৮৭.ব্রহ্মপুত্র নদ কোথায় স্যাংপো নামে পরিচিত?
উত্তরঃ তিব্বত।

২৮৮.ভারতের নতুন উপরাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ জগদীপ ধনখড়।

২৮৯.তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

২৯০.বার্ধক্য পেনশন যোজনা সম্পর্কিত কোন প্রকল্প চালু হয়েছে?
উত্তরঃ অটল পেনশন যোজনা।

২৯১.২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা।

২৯২.দাবা অলিম্পিয়াড ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ তামিলনাড়ুতে।

২৯৩.২০২২ সালে জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছেন?
উত্তরঃ নারায়ণ প্রধান।

২৯৪.সংসদ বিষয়ক মন্ত্রী কাকে করা হয়েছে?
উত্তরঃ প্রহ্লাদ যোশী।

২৯৫.কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।

২৯৬.কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই?
উত্তরঃ নাগাল্যান্ড।

২৯৭.ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।

২৯৮.বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
উত্তরঃ ০.০৩ শতাংশ।

২৯৯.জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ পুরি, ওড়িশা।

৩০০.ভারতীয় সংবিধানের ১১তম তফসিলে কয়টি বিষয় রয়েছে?
উত্তরঃ ২৯টি।

প্রশ্নগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Railway Group D Previous Year Questions 2022 Part-03
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment