29th July 2025 Current Affairs in Bengali | ২৯শে জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
29th July 2025 Current Affairs in Bengali | ২৯শে জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 29th July 2025
1.আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় ২৯শে জুলাই
2.নিউ দিল্লীতে National Cooperative Policy 2025 -এর উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
3.G.P. Birla Memorial Award -এ ভূষিত হলেন ISRO চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব ড. ভি. নারায়ণন
4.Ecom Card Transactions -এর জন্য ভারতের প্রথম Biometric Authentication করলো Federal Bank
5.রুয়ান্ডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Justin Nsengiyumva
6.ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে পরীক্ষা করা হলো চেন্নাইয়ে
7.'Once Elephants Lived Here' শিরোনামে বইটির জন্য PEN Translates Award 2025 জিতলেন বিশিষ্ট হিন্দি ঔপন্যাসিক গীতাঞ্জলি শ্রী
8.Indira Gandhi National Open University (IGNOU) -এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন উমা কাঞ্জিলাল
9.ASSOCHAM -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন Uno Minda -র এক্সিকিউটিভ চেয়ারম্যান নির্মল কে মিন্ডা
10.মণিপুরে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ালো ভারত সরকার
No comments:
Post a Comment