26th April 2025 Current Affairs in Bengali | ২৬শে এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 26th April 2025
1.World Intellectual Property Day পালন করা হয় ২৬শে এপ্রিল; এবছরের থিম হলো- "IP and Music: Feel the Beat of IP"
2.Suzuki Aerobics Gymnastics World Cup প্রতিযোগিতা আয়োজিত হবে জাপানের টোকিওতে
3.সম্প্রতি World Economic Forum (WEF) -এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন Klaus Schwab
4.Central Advisory Board of Archaeology -এর ৩৮তম সভা অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে
5.সম্প্রতি ১৬টি গ্লোবাল জিওপার্ককে Global Geoparks Network (GGN) হিসেবে ঘোষণা করলো UNESCO
6.গান্ধীনগরে NSDC-PDEU Skill Centre -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী
7.CIFEJ -এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা জিতেন্দ্র মিশ্র
8.ISSF World Cup Lima 2025 -এ পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন (মোট ১৩টি; ৪টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ)
9.দক্ষিণ ভারতের প্রথম AC EMU ট্রেন পরিষেবা চালু হলো চেন্নাইয়ে
10.Times Higher Education (THE) Asia University Rankings 2025 -এ ভারতের সেরা এবং এশিয়ার ৩৮তম বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল Indian Institute of Science (IISc) Bengaluru
No comments:
Post a Comment