13th April 2025 Current Affairs in Bengali | ১৩ই এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 13th April 2025
1.মহারাষ্ট্রের খুলতাবাদের নাম নাম পরিবর্তন করে রাখা হয়েছে রত্নপুর
2.পুলিশ ও নিরাপত্তায় উৎকর্ষতার জন্য SKOCH Award জিতলো উত্তরপ্রদেশ পুলিশ ইনভেস্টিগেশন পোর্টাল
3.নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য 'STREE Summit 2025' আয়োজন করবে হায়দ্রাবাদ
4.International Solar Alliance (ISA) -এর সাথে একটি Country Partnership Framework (CPF) স্বাক্ষরকারী প্রথম আফ্রিকান দেশ মরিশাস
5.ড. বি আর আম্বেদকরের নামে একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার
6.International Osteoporosis Foundation (IOF) কর্তৃক CSA Medal of Achievement -এ ভূষিত হলেন ড. অম্বরীশ মিথাল
7.২০২৫ সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হলো সিঙ্গাপুরের Changi Airport
8.সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন বাস্কেটবল খেলোয়াড় এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক হরি দত্ত কাপরি
9.বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার জন্য আমেরিকার সাথে MoU স্বাক্ষর করলো ভারত
10.ISSF World Cup Buenos Aires 2025 -এ পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন
No comments:
Post a Comment