30th March 2025 Current Affairs in Bengali | ৩০শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 30th March 2025
1.বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানি হয়ে উঠলো JSW Steel
2.প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ED প্রধান সঞ্জয় কুমার মিশ্র
3.সম্প্রতি Facebook অ্যাপ ব্যান করলো পাপুয়া নিউ গিনি
4.সিকিমের গ্যাংটকে 8th State Level Coordination Committee (SLCC) Meeting -এর আয়োজন করেছিল RBI
5.Hitachi Cash Management Services –এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন ইউসুফ পাচমারিওয়ালা
6.প্রথম ভারতীয় মহিলা হিসেবে শীর্ষ ১০ ধনী মহিলাদের তালিকায় স্থান পেলেন HCL Technologies -এর চেয়ারপার্সন রোশিনী নাদার
7.নিউ দিল্লীর যশোভূমি কনভেনশন সেন্টারে Sourcex India 2025 -এর উদ্বোধন করলেন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গী
8.ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে 'Operation Brahma' শুরু করলো ভারত
9.BRICS New Development Bank -এর নতুন সদস্য হিসেবে যোগদান করলো ইন্দোনেশিয়া
10.Asian Wrestling Championship -এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন মনীষা ভানওয়ালা
No comments:
Post a Comment