16th March 2025 Current Affairs in Bengali | ১৬ই মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 16th March 2025
1.জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ১৬ই মার্চ
2.Water Sustainability Conference 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে
3.World Para Athletics Grand Prix 2025 -এ পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত
4.World Para Athletics Grand Prix 2025 -এ ভারত মোট ১৩৪টি পদক জিতেছে; যার মধ্যে ৪৫টি সোনা, ৪০টি রুপো এবং ৪৯টি ব্রোঞ্জ
5.15th Hockey India Senior Women National Championship 2025 টাইটেল জিতলো ঝাড়খণ্ড
6.সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন অভিনেতা দেব মুখার্জি
7.ATMA (Automotive Tyre Manufacturers' Association) -এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন MRF Ltd. -এর ভাইস-চেয়ারম্যান এবং MD অরুণ মামেন
8.১৯৪৭ সাল থেকে বিতর্ক এবং কার্যধারা অ্যাক্সেস করার জন্য একটি সার্চ ইঞ্জিন চালু করলো পাঞ্জাব বিধানসভা
9.সম্প্রতি State Biodiversity Strategy and Action Plan (SBSAP) প্রকাশ করলো অরুণাচল প্রদেশ
10.শান্তি ও স্থায়িত্বের জন্য Gold Mercury Award 2025 জিতলেন ১৪তম দালাই লামা
No comments:
Post a Comment