4th February 2025 Current Affairs in Bengali | ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
4th February 2025 Current Affairs in Bengali | ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 4th February 2025
1.বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ৪ঠা ফেব্রুয়ারি; এবছরের থিম হলো- "United by Unique"
2.সম্প্রতি International Cricket Council (ICC) -এর CEO পদ থেকে পদত্যাগ করলেন Geoff Allardice
3.Maruti Suzuki –এর MD এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন Hisashi Takeuchi
4.২০২৫ জানুয়ারি মাসে মোট GST সংগ্রহের পরিমাণ ১.৯৬ লক্ষ কোটি টাকা
5.2025 Asian Winter Games -এর জন্য ৮৮জন সদস্যের ভারতীয় দলকে অংশগ্রহণের অনুমোদন দিল ভারত সরকার
6.সম্প্রতি Etemad এবং Ghadr-380 নামে দুটি মিসাইল উন্মোচন করলো ইরান
7.সম্প্রতি Greater Bengaluru Integrated Satellite Township (GBIST) প্রোজেক্ট অনুমোদন করলো কর্ণাটক মন্ত্রীসভা
8.সম্প্রতি ৭৮ বছর বয়সে মারা গেলেন ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা তপন কে বোস
9.গুজরাটের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেল কচ্ছ জেলায় অবস্থিত গুনেরি
10.সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল ঝাড়খণ্ডের উধওয়া হ্রদ
No comments:
Post a Comment