17th January 2025 Current Affairs in Bengali | ১৭ই জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
17th January 2025 Current Affairs in Bengali | ১৭ই জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 17th January 2025
1.২০২৬ সালটিকে সংস্কৃতি, পর্যটন এবং AI -এর জন্য 'Dual Year' হিসেবে ঘোষণা করলো ভারত ও স্পেন
2.সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে. বিনোদ চন্দ্রন
3.সম্প্রতি সিঙ্গাপুরের Honorary Citizen Award -ভূষিত হলেন CII -এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল তরুণ দাস
4.ইন্দোনেশিয়ার সাথে BrahMos Missile Export Deal স্বাক্ষর করবে ভারত
5.ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য Annual Award Ceremony of West Bengal Film Journalists Association (WBFJA) -তে 'Satyajit Ray Lifetime Achievement Award' -এ সম্মানিত হলেন বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা অপর্ণা সেন
6.২০২৬ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত
7.Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৪তম রাজ্য হয়ে উঠলো ওড়িশা
8.85th All India Presiding Officers Conference (AIPOC) অনুষ্ঠিত হবে বিহারের পাটনায়
9.National Turmeric Board চালু করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল
10.'R-360 Neptune' নামে Subsonic Cruise Missile তৈরি করলো ইউক্রেন
No comments:
Post a Comment