18th December 2024 Current Affairs in Bengali | ১৮ই ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
18th December 2024 Current Affairs in Bengali | ১৮ই ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 18th December 2024
1.আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হয় ১৮ই ডিসেম্বর; এবছরের থিম হলো- "Honouring the Contributions of Migrants and Respecting their Rights"
2.বিশাখাপত্তনমে 'SLINEX 2024' দ্বিপাক্ষিক নৌ মহড়া পরিচালিত হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দেশের মধ্যে
3.প্রথম রাজ্য হিসেবে Yoga Policy কার্যকর করবে উত্তরাখণ্ড
4.38th National Games -এর Mascot, Logo এবং Anthem উদ্বোধন করলেন উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
5.Honorary Fellow of the International Diabetes Federation (IDF) নির্বাচিত হয়েছেন ড. ভি মোহন
6.International Solar Alliance (ISA) -এর ১০৫তম সদস্য হিসেবে যোগদান করলো মলদোভা
7."Many Ramayanas Many Lessons" শিরোনামে বই লিখলেন আনন্দ নীলাকান্তন
8.সম্প্রতি ৮৬ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বাইগা আদিবাসী শিল্পী জোধাইয়া বাই
9.সম্প্রতি England and Wales Cricket Board (ECB) আয়োজিত প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান
10.Women's Test Cricket -এ দ্রুততম সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের ক্রিকেটার Nat Sciver-Brunt
No comments:
Post a Comment