24th October 2024 Current Affairs in Bengali | ২৪শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
24th October 2024 Current Affairs in Bengali | ২৪শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 24th October 2024
1.জাতি সংঘ দিবস পালন করা হয় ২৪শে অক্টোবর; এবছরের থিম হলো-"Equality, Freedom & Justice for All”.
2.‘Tenkana’ নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে দক্ষিণ ভারতে।
3.গান্ধীনগরে 14th All India Civil Defence and Home Guards Conference-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
4.ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন Luong Cuong.
5.পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ইয়াহিয়া আফ্রিদি।
6.গুরুগ্রামে 16th Women's Indian Open-এর আয়োজন করবে ভারত।
7.BSNL-এর নতুন লোগো লঞ্চ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।
8.Google কোম্পানির Chief Technologist হিসেবে নিযুক্ত হলেন প্রভাকর রাঘবন।
9.Kalidasa Samman Award 2023 জিতেছেন রঘুপতি ভট্ট।
10.Staff Selection Commission-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এস গোপালকৃষ্ণান।
No comments:
Post a Comment