13th October 2024 Current Affairs in Bengali | ১৩ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
13th October 2024 Current Affairs in Bengali | ১৩ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 13th October 2024
1.Global Hunger Index 2024-এ ভারতের স্থান ১০৫; প্রথমস্থানে রয়েছে বেলারুশ।
2.এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদস্য হিসেবে নিযুক্ত হলেন অনিল কুমার গুপ্ত।
3.Asian Table Tennis Championships 2024-এ ব্রোঞ্জের মেডেল জিতেছে ভারতীয় পুরুষ দল।
4.Government e-Marketplace (GeM)-এর CEO হিসেবে নিযুক্ত হয়েছেন এল সত্য শ্রীনিবাস।
5.ইউনেস্কোর দ্বারা ২০২৬ সালের জন্য 'World Book Capital' হিসেবে ঘোষিত হলো মরক্কোর রাজধানী রাবাত।
6.বিশ্বের সর্বোচ্চ Imaging Cherenkov Telescope উন্মোচন করা হলো লাদাখে।
7.UPI Lite ওয়ালেটের সীমা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
8.2nd Army Commanders’ Conference 2024-এর প্রথম দফা হাইব্রিড মোডে আয়োজিত হবে গ্যাংটকে।
9.শক্তি প্রযুক্তি উদ্ভাবন অধ্যয়ন করার জন্য IIT Delhi-এর সাথে MoU স্বাক্ষর করলো International Energy Agency (IEA).
10.WWF-এর 2024 লিভিং প্ল্যানেট রিপোর্ট অনুযায়ী, ৭৩% বন্যপ্রাণী জনসংখ্যা হারিয়েছে বিগত ৫০ বছরে।
No comments:
Post a Comment