Breaking







Wednesday, 11 September 2024

রামন ম্যাগসেসে পুরস্কার 2024 PDF | 66th Ramon Magsaysay Awards 2024

রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের তালিকা 2024 PDF | 66th Ramon Magsaysay Awards 2024 Winners List

রামন ম্যাগসেসে পুরস্কার 2024 PDF | 66th Ramon Magsaysay Awards 2024 Winners List
রামন ম্যাগসেসে পুরস্কার 2024 PDF | 66th Ramon Magsaysay Awards 2024
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রামন ম্যাগসেসে পুরস্কার 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালের ৩১শে আগস্ট ঘোষিত ৬৬তম রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ২০২৪ সালে কতজনকে রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে? ২০২৪ সালে রামন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছেন? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

৬৬তম রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী

বিজয়ী দেশ
Nguyen Thi Ngoc Phuong ভিয়েতনাম
Karma Phuntsho ভুটান
Miyazaki Hayao জাপান
Rural Doctors Movement থাইল্যান্ড
Farwiza Farhan ইন্দোনেশিয়া

রামন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কিত তথ্যঃ

  • এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের নামে ১৯৫৭ সালে প্রবর্তিত হয়। ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে। ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।  
  • জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 
  • ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।  
  • এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 66th Ramon Magsaysay Awards 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment