21st September 2024 Current Affairs in Bengali | ২১শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
21st September 2024 Current Affairs in Bengali | ২১শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 21st September 2024
1.আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় ২১শে সেপ্টেম্বর; এবছরের থিম হল-"Cultivating a Culture of Peace".
2.নিউ দিল্লীতে 2nd Global Food Regulators Summit 2024-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
3.২০২৬ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে।
4.উত্তরপ্রদেশকে পরাজিত করে 14th Hockey India Junior Men's National Championship 2024 জিতলো পাঞ্জাব।
5.3rd World Food India 2024 আয়োজিত হচ্ছে নিউ দিল্লীতে।
6.Narcotics Control Bureau (NCB)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ গর্গ
7.Miss India Worldwide 2024 শিরোপা জিতলেন ধ্রুবী প্যাটেল।
8.IWF Junior World Weightlifting Championships 2024-এ পুরুষদের ৫৫কেজি ইভেন্টে ব্রোঞ্জের পদক জিতেছেন ভারতের ধনুশ লোগানাথন।
9.National Aluminium Corporation (NALCO)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ব্রিজেন্দ্র প্রতাপ সিং।
10.২০২৮ সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ISRO.
No comments:
Post a Comment