Breaking







Tuesday, 10 September 2024

10th September 2024 Current Affairs in Bengali | ১০ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

10th September 2024 Current Affairs in Bengali | ১০ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

10th September 2024 Current Affairs in Bengali | ১০ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
10th September 2024 Current Affairs in Bengali | ১০ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 10th September 2024

1.বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় ১০ই সেপ্টেম্বর; এবছরের থিম হলো-"Changing the Narrative on Suicide".

2.ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে Star Health Insurance কোম্পানি।

3.1st India-GCC Ministerial Meeting অনুষ্ঠিত হলো রিয়াদে।

4."The Heart and Art of Teaching" শিরোনামে বই লিখলেন বি পুরুষোথামান।

5.প্রথমবার US Open এবং তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।

6.ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন অরুণ গোয়েল।

7.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের মঈন আলী।

8.ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর স্টেট মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় গোয়াল।

9.আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন Abdelmadjid Tebboune.

10.বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভারত।

No comments:

Post a Comment