Breaking



Wednesday 15 May 2024

মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব | সাইন্স, আর্টস নাকি কমার্স

মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব | সাইন্স, আর্টস নাকি কমার্স | Best Career Options After Passing Madhyamik Exam

মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব | সাইন্স, আর্টস নাকি কমার্স | Best Career Options After Passing Madhyamik Exam
মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব | সাইন্স, আর্টস নাকি কমার্স
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
প্রতিটি শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষার পরেই যে প্রশ্নটি মাথায় আসে সেটি হল মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব? তথা মাধ্যমিকের পর কী নিয়ে পড়লে ভালো হবে? মাধ্যমিকের পর পড়াশোনা তিনটি বিভাগে ভাগ হয়ে যায়; সাইন্স, আর্টস এবং কমার্স। এবার প্রশ্ন সাইন্স, আর্টস না কমার্স কি নিয়ে পড়বে?

আমরা এই আর্টিকেলটির মধ্যে আর্টসের মধ্যে কি কি বিষয় আছে এবং আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়, কমার্সের মধ্যে কি কি বিষয় আছে এবং কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়, সাইন্সের মধ্যে কি কি বিষয় আছে এবং সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। 

আর্টস এর সাবজেক্ট কি কি? 

  • ইতিহাস
  • ভুগোল
  • এডুকেশন
  • সংস্কৃত
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান
  • সাইকোলজি
  • অর্থনীতি
  • পরিবেশ বিদ্যা
  • পুষ্টি বিজ্ঞান
  • মিউজিক
  • ফাইন আর্টস
  • শারীরশিক্ষা

আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়?

আর্টস বিভাগে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশনগুলি পাওয়া যায়, সেগুলি হল- শিক্ষক, অধ্যাপক, গবেষক, লেখক, সাংবাদিক, প্রকাশক, ভাষাবিদ, আইনজীবী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, ব্যবস্থাপক, বিশ্লেষক, কূটনীতিক ইত্যাদি। 

সাইন্স এর সাবজেক্ট কি কি?

  • গণিত
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন বিজ্ঞান
  • জীববিজ্ঞান 
  • পরিবেশ বিজ্ঞান
  • বায়োটেকনোলজি
  • কম্পিউটার সাইন্স
  • ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স 
  • জিওলজি

সাইন্স নিয়ে পড়লে কি কি হওয়া যায়?

সাইন্স বিভাগে পড়াশোনা করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ছাড়াও কৃষি গবেষক, পরিসংখ্যানবিদ, রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, প্রাণীবিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, ফার্মাসিস্ট ইত্যাদি আরো অনেক কিছু হওয়া যায়।

যারা ডাক্তারি লাইনে তথা মেডিকেল নিয়ে পড়তে ইচ্ছুক তাদের একাদশ শ্রেণিতে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রধান বিষয় হিসাবে রাখতে হবে। মেডিকেলে সফলতার জন্য জীববিজ্ঞান বিষয়টি খুব ভালোভাবে পড়তে হবে। মেডিকেল লাইনে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশনগুলি পাওয়া যায়, সেগুলি হল- ডাক্তার, ডেন্টিস, ভেটেনারি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ফুড টেকনোলজি, হার্টি কালচার, মেডিসিন ইত্যাদি। 

যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে ইচ্ছুক তাদের একাদশ শ্রেণিতে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং গণিত বিষয়গুলি থাকা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন। ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশনগুলি পাওয়া যায়, সেগুলি হল- সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। 

কমার্স এর সাবজেক্ট কি কি?

  • অ্যাকাউন্টেন্সি
  • ইকোনমিক 
  • বিজনেস স্টাডিজ
  • গণিত 
  • ইনফোরম্যাটিক্স প্র্যাকটিসেস 
  • ম্যানেজমেন্ট
  • বিজনেস ফাইন্যান্স
  • মার্কেটিং

কমার্স নিয়ে পড়লে কি কি হওয়া যায়?

কমার্স নিয়ে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশনগুলি পাওয়া যায়, সেগুলি হল- ব্যাংকার, একাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ফিনান্সিয়াল প্লানার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাকচুয়ারি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এগ্রিকালচার ইকোনমিক্স, প্রোডাক্ট ম্যানেজার, সেলস ম্যানেজার, লোন এক্সিকিউটিভ ইত্যাদি। 

উপরোক্ত তিনটি বিভাগ ছাড়াও আরও কিছু কোর্স রয়েছে, সেগুলি করে সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায়-

ITI (Industrial Training Institute)-

আইটিআই যার পুরো কথা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। এটি একটি সরকার ভিত্তিক প্রশিক্ষণ সংস্থা। বর্তমানে চাকরিমুখী বিভিন্ন ITI কোর্সগুলি হল-

  • সিভিল ইঞ্জিনিয়ার
  • ড্রাপস অফ মেকালিক্যাল
  • ইলেক্ট্রিশিয়ান 
  • অটো ইলেক্ট্রিশিয়ান 
  • কম্পিউটার হার্ডওয়ার 
  • ফ্রিটার 
  • নেটওয়াকিং

Polytechnic Course- 

পলিটেকনিক কোর্স হল একটি ডিপ্লোমা কোর্স। এটি তিন বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স। পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা সরকারি অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারে। জনপ্রিয় পলিটেকনিক কোর্সগুলি হল-

  • ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 
  • ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

এছাড়াও প্যারাম্যডিক্যাল, হোটেল ম্যানেজমেন্ট, হাউস কিপিং, হোটেল অপারেশন কোর্স ইত্যাদি। 

No comments:

Post a Comment