Breaking



Wednesday 20 March 2024

গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর PDF | WB Gram Panchayat GK in Bengali

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার উপযোগী প্রশ্ন উত্তর PDF | WB Gram Panchayat GK in Bengali PDF

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার উপযোগী প্রশ্ন উত্তর PDF | WB Gram Panchayat GK in Bengali PDF
গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর PDF | WB Gram Panchayat GK in Bengali
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ একশোটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে

০১. ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে?
উত্তরঃ ভানু আথাইয়া।

০২. 'তিতাস একটি নদীর নাম' ছবিটি কে পরিচালনা করেছেন?
উত্তরঃ ঋত্বিক ঘটক।

০৩. কোন ঘরানা সবচেয়ে প্রাচীন?
উত্তরঃ গোয়ালিয়র ঘরানা।

০৪. ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি?
উত্তরঃ বীণা।

০৫. আলমাট্টি বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক।

০৬. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ গুজরাট।

০৭. রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৭১ সালে।

০৮. নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৮ সালে।

০৯. ত্রাসের নদী কাকে বলে?
উত্তরঃ তিস্তা।

১০. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন?
উত্তরঃ বুদ্ধগয়া।

১১. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৭৮৪ সালে।

১২. স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন?
উত্তরঃ এডওয়ার্ড জেনার।

১৩. খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ১৫২৭ সালে।

১৪. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে?
উত্তরঃ উত্তল লেন্সকে।

১৫. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৯৯ সালে।

১৬. মোপলা বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ ১৯২১ সালে।

১৭. ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তরঃ ১৯১১ সালে।

১৮. শকুন্তলা নাটকের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস।

১৯. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

২০. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তরঃ ১৯১৯ সালে।

২১. মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ ভোপাল।

২২. কোন অঙ্গাণু কে কোষের শক্তিঘর বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।

২৩. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৫৬৫ সালে।

২৪. ডঃ আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পান?
উত্তরঃ ১৯৯৭ সালে।

২৫. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা।

২৬. কোন শহরকে সবুজ নগর বলা হয়?
উত্তরঃ চেন্নাই।

২৭. কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়?
উত্তরঃ কোচি।

২৮. গ্রিসের রাজধানীর নাম কি?
উত্তরঃ এথেন্স।

২৯. বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তরঃ ব্রাজিলে।

৩০. নৌ বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ ১৯৪৬ সালে।

৩১. ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫০ সালে।

৩২. ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থান।

৩৩. ভেম্বনাদ কয়াল কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।

৩৪. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ নক্রেক।

৩৫. দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ আনাইমুদি।

৩৬. পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৪ সালে।

৩৭. রক্তকবরী নাটকটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৮. মেঘালয়ের রাজধানীর নাম কি?
উত্তরঃ শিলং।

৩৯. আলিনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালে।

৪০. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে?
উত্তরঃ ভূমধ্যসাগরে।

৪১. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ নরওয়ে।

৪২. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ কাস্পিয়ান সাগর।

৪৩. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া। 

৪৪. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন বি১২।

৪৫. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ ১৭৮৯ সালে।

৪৬. বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তরঃ পানামা খাল।

৪৭. মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি?
উত্তরঃ ফিমার।

৪৮. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?
উত্তরঃ যকৃৎ।

৪৯. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ লালা হরদয়াল।

৫০. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।

৫১. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা।

৫২. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।

৫৩. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।

৫৪. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।

৫৫. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম। 

৫৬. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ। 

৫৭. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 
উত্তরঃ ২৩টি।

৫৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ।

৫৯. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ ভুটান।

৬০. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ ওড়িশা।

৬১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।

৬২. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা।

৬৩. গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ দ্বারকেশ্বর। 

৬৪. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।

৬৫. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে।

৬৬. বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।

৬৭. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পাট শিল্প।

৬৮. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী। 

৬৯. কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়?
উত্তরঃ ১৯৮৪ সালে।

৭০. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?
উত্তরঃ বিধান চন্দ্র রায়।

৭১. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?
উত্তরঃ রায়ডাক।

৭২. দিল্লির প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ ইন্দ্রপ্রস্থ।

৭৩. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তরঃ ঋকবেদ।

৭৪. পবনদূত কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ধোয়ী।

৭৫. সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়?
উত্তরঃ বুদ্ধদেব বসু।

৭৬. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ছয়টি।

৭৭. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর?
উত্তরঃ তিনটি।

৭৮. কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়?
উত্তরঃ ১৯৭২ সালে।

৭৯. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৮৭৬ সালে।

৮০. এশিয়ার আলো কাকে বলা হয়?
উত্তরঃ গৌতম বুদ্ধকে।

৮১. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত?
উত্তরঃ পালি ভাষায়।

৮২. মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

৮৩. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়?
উত্তরঃ ১৯৪৯ সালে।

৮৪. ভারতকে 'নৃতত্বের জাদুঘর' কে বলেছেন?
উত্তরঃ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

৮৫. ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।

৮৬. কুচিপুরি নৃত্যশৈলীর উৎপত্তি কোথায় হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

৮৭. 'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ লন্ডন।

৮৮. WHO কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।

৮৯. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ গলফ।

৯০. ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত?
উত্তরঃ শ্বেত বিপ্লব।

৯১. কনজিউমার প্রাইস ইনডেক্স কে প্রকাশ করে?
উত্তরঃ সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিস।

৯২. Algebra of Infinite Justice - বইটি কে লিখেছেন? 
উত্তরঃ অরুন্ধতী রায়।

৯৩. হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাস কে কি বলে?
উত্তরঃ অস্টিওপোরোসিস।

৯৪. ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আয়ারল্যান্ড।

৯৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা কে ছিলেন?
উত্তরঃ মাস্টারদা সূর্য সেন।

৯৬. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? 
উত্তরঃ মুহাম্মদ ঘুরী। 

৯৭. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৬ সালে।

৯৮. শান্তিনিকেতন আশ্রম প্রথম কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।

৯৯. কে দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজি।

১০০. টমেটোর লাল রঙ এর জন্য দায়ী?
উত্তরঃ লাইকোপেন।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WB Gram Panchayat GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment