Breaking



Friday 31 May 2024

RPF কনস্টেবল সিলেবাস 2024 PDF | RPF Constable Syllabus 2024 in Bengali PDF

RPF কনস্টেবল সিলেবাস 2024 PDF | RPF Constable Syllabus 2024 in Bengali PDF

RPF কনস্টেবল সিলেবাস 2024 PDF | RPF Constable Syllabus 2024 in Bengali PDF
RPF কনস্টেবল সিলেবাস 2024 PDF | RPF Constable Syllabus 2024 in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে RPF কনস্টেবল সিলেবাস 2024 PDF | RPF Constable Syllabus 2024 in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে আরপিএফ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরণ ও সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বাংলা ভাষায় দেওয়া আছে। সুতরাং সিলেবাসটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন।

RPF কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া

নিম্নলিখিত তিনটি ধাপে আরপিএফ কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে।
  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর সময়
জেনারেল অ্যাওয়ারনেস ৫০ ৫০ ৯০ মিনিট
পাটিগণিত ৩৫ ৩৫
জেনারেল ইনটেলিজেন্স এবং রিজনিং ৩৫ ৩৫
মোট ১২০ ১২০

*** আরপিএফ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি ১২০ নম্বরের হবে এবং সময় থাকবে ৯০ মিনিট। প্রশ্নের ধরণ MCQ টাইপ। প্রত্যেকটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে। ইংরেজি/হিন্দি বা যেকোনো আঞ্চলিক ভাষায় পরীক্ষাটি দেওয়ার অপশন থাকবে। পরীক্ষাটি দশম শ্রেণির পাঠ্যক্রমের মানের সমতুল্য হবে।

শারীরিক দক্ষতা পরীক্ষা

PET স্ট্যান্ডার্ড পুরুষ মহিলা
১৬০০ মিটার দৌড় ৫ মিনিট ৪৫ সেকেন্ড -
৮০০ মিটার দৌড় - ৩ মিনিট ৪০ সেকেন্ড
লং জাম্প ১৪ ফুট ৯ ফুট
হাই জাম্প ৪ ফুট ৩ ফুট

শারীরিক পরিমাপ পরীক্ষা

প্রার্থী ক্যাটাগরি উচ্চতা ছাতি
পুরুষ UR/OBC ১৬৫ সেমি ৮০ সেমি
SC/ST ১৬০ সেমি ৭৬.২ সেমি
গাড়োয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরা, কুমাওনিজ এবং সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগ ১৬৩ সেমি ৮০ সেমি
মহিলা UR/OBC ১৫৭ সেমি -
SC/ST ১৫২ সেমি
গাড়োয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরা, কুমাওনিজ এবং সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগ ১৫৫ সেমি

RPF কনস্টেবল পরীক্ষার সিলেবাস

জেনারেল অ্যাওয়ারনেস
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • অর্থনীতি
  • ইতিহাস
  • ভূগোল
  • শিল্প ও সংস্কৃতি
  • সংবিধান
  • সাধারণ বিজ্ঞান
  • খেলাধুলা

পাটিগণিত
  • অনুপাত ও সমানুপাত
  • অংশীদারি কারবার
  • গড়
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত 
  • শতকরা
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি সুদ
  • মিশ্রণ
  • ঘড়ি
  • ক্যালেন্ডার

রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস
  • সংখ্যা শ্রেনি
  • বর্ণ শ্রেনি
  • শ্রেনিবিভাজন
  • সাদৃশ্য
  • সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
  • দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
  • ভেনচিত্র
  • লুপ্ত সংখ্যা নির্ণয়
  • ম্যাট্রিক্স কোডিং
  • বর্ণমালা সংক্রান্ত সমস্যা
  • সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
  • ক্রম নির্ণয়
  • গাণিতিক ক্রিয়া
  • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
  • রক্তের সম্পর্ক
  • আসন বিন্যাস 
  • বিবৃতি ও অনুমান
  • চিত্রদল গঠন
  • জ্যামিতিক চিত্র গণনা

সিলেবাসটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : RPF Constable Syllabus 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment