ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার গুরুত্বপূর্ণ রচনা | ICDS Exam Rochona
![]() |
ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার গুরুত্বপূর্ণ রচনা | ICDS Exam Rochona |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার উপযোগী কতকগুলি গুরুত্বপূর্ণ রচনার নাম আপনাদের সাজেস্ট করলাম। বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্নপত্র এবং দক্ষ স্যারদের থেকে পরামর্শ নিয়ে এই ICDS রচনা সাজেশন লিস্টটি আমরা প্রস্তুত করেছি। আমরা আশা রাখছি আপনারা এখান থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবেন।
ICDS পরীক্ষার জন্য রচনা-
- একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কীভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন ?
- একটি বাচ্চার ছয় মাস বয়স থেকে ৩ বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা ১৫০ শব্দের মধ্যে গুছিয়ে লিখুন।
- একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে চলে ও সেখানে কী কী কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন তা ১৫০ শব্দের মধ্যে গুছিয়ে লিখুন।
- সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানান দিক নিয়ে ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লেখো।
- শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব
- করোনা ভাইরাস
- চন্দ্রযান ৩
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নারীর ক্ষমতায়ন বা মহিলা স্বশক্তিকরণ
- সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প
- নারী শিক্ষার গুরুত্ব
- রক্তদান জীবন দান
- কন্যাভ্রুণ হত্যা
- কন্যাশ্রী প্রকল্প
- ভারতে পণপ্রথা ও নারী নির্যাতন
*** Google -এ রচনাগুলির নাম লিখে সার্চ করুন, রচনাগুলি সম্বন্ধে বিস্তারিত পেয়ে যাবেন।
File Details:
PDF Name : ICDS Exam Rochona Suggestion
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment