দাদাসাহেব ফালকে IFF পুরস্কার 2024 PDF | Dadasaheb Phalke IFF Award 2024 Full Winners List
![]() |
দাদাসাহেব ফালকে IFF পুরস্কার 2024 PDF | Dadasaheb Phalke IFF Award 2024 Full Winners List |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে দাদাসাহেব ফালকে IFF পুরস্কার 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে চলচ্চিত্র বিভাগ থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
দাদাসাহেব ফালকে IFF পুরস্কার 2024
বিভাগ | বিজয়ী |
---|---|
সেরা চলচ্চিত্র | জাওয়ান |
সেরা চলচ্চিত্র (সমালোচক) | টুয়েলভথ ফেল |
সেরা অভিনেতা | শাহরুখ খান (জাওয়ান) |
সেরা অভিনেতা (সমালোচক) | ভিকি কৌশল (স্যাম বাহাদুর) |
সেরা অভিনেত্রী | রানী মুখার্জী (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে) |
সেরা অভিনেত্রী (সমালোচক) | করিনা কাপুর খান (জানে জাঁ) |
সেরা পরিচালক | সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিমাল) |
সেরা পরিচালক (সমালোচক) | অ্যাটলি (জওয়ান) |
সেরা সঙ্গীত পরিচালক | অনিরুদ্ধ রবিচন্দর (জাওয়ান) |
সেরা প্লেব্যাক গায়ক | বরুণ জৈন এবং শচীন জিগার (তেরে ভাস্তে-জারা হাটকে জারা বচকে) |
সেরা প্লেব্যাক গায়িকা | শিল্পা রাও (বেশরম রং-পাঠান) |
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা | ববি দেওল (অ্যানিমাল) |
কমিক চরিত্রে সেরা অভিনেতা | আয়ুষ্মান খুরানা (ড্রিম গার্ল ২) |
কমিক চরিত্রে সেরা অভিনেত্রী | সান্যা মালহোত্রা (কাঁঠাল) |
সেরা পার্শ্ব অভিনেতা | অনিল কাপুর (অ্যানিমাল) |
সেরা পার্শ্ব অভিনেত্রী | ডিম্পল কপাড়িয়া (পাঠান) |
সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতা | বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল) |
সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী | আদা শর্মা (দ্য কেরালা স্টোরি) |
সেরা বহুমুখী অভিনেত্রী | নয়নতারা |
সেরা লিরিক্স | জাভেদ আখতার (নিকলে দ্য কাভি হাম ঘর সে-ডানকি) |
সেরা শর্ট ফিল্ম | গুড মর্নিং |
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম | ওপেনহাইমার |
সেরা সিনেমাটোগ্রাফার | জ্ঞান শেখর VS (IB71) |
সেরা ওয়েবসিরিজ | ফারজি |
সেরা ওয়েব সিরিজ (সমালোচক) | দ্য রেলওয়ে মেন |
ওয়েব সিরিজের সেরা অভিনেতা | শাহিদ কাপুর (ফারজি) |
ওয়েব সিরিজের সেরা অভিনেতা (সমালোচক) | আদিত্য রায় কাপুর (নাইট ম্যানেজার) |
ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী | সুস্মিতা সেন (আরিয়া সিজন ৩) |
ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী (সমালোচক) | কারিশমা তান্না (স্কুপ) |
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান | মৌসুমী চ্যাটার্জি |
সঙ্গীত জগতে অসামান্য অবদান | কে.জে. যেসুদাস |
বছরের সেরা টেলিভিশন সিরিজ | গুম হ্যায় কিসিকে পেয়ার মে |
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা | নীল ভট্ট (গুম হ্যায় কিসিকে পেয়ার মে) |
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী | রুপালী গাঙ্গুলী (অনুপমা) |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Dadasaheb Phalke IFF Award 2024 Full Winners List
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment