Breaking



Monday 15 January 2024

ভারতের শাস্ত্রীয় নৃত্য তালিকা PDF | ক্লাসিক্যাল নৃত্য

ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল নৃত্য তালিকা PDF || Indian Classical Dance Forms and their States in Bengali

ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল নৃত্য তালিকা PDF || Indian Classical Dance Forms and their States in Bengali
ভারতের শাস্ত্রীয় নৃত্য তালিকা PDF | ক্লাসিক্যাল নৃত্য
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল নৃত্য তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের ফর্ম, কোনটি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং কে কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত তার তালিকা দেওয়া আছে।

ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কয়টি ও কি কি? মোহিনীয়াট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মাধবী মুদগল ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের শাস্ত্রীয় নৃত্য

ভারতীয় নৃত্য দুটি ভাগে বিভক্ত, প্রথমটি হলো ধ্রুপদী নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স এবং দ্বিতীয়টি হলো লোক নৃত্য। ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য এবং লোক নৃত্যের মধ্যে প্রধান পার্থক্য হল উৎপত্তি। ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে নাট্যশাস্ত্রের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। আর অন্যদিকে লোক নৃত্য সংশ্লিষ্ট রাজ্য, জাতিগত বা ভৌগোলিক অঞ্চলের স্থানীয় ঐতিহ্য থেকে উদ্ভূত হয়েছে।

উৎস এবং পণ্ডিত অনুসারে ভারতে সংগীত নাট্য একাডেমী দ্বারা স্বীকৃত আটটি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যের রূপ রয়েছে। সেগুলি হল- ভরতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, ওডিশি, কথাকলি, সাত্রীয়া, মণিপুরী ও মোহিনীয়াট্টম। ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌ -কে শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যা নিয়ে মোট নয়টি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যের রূপ আছে।

ভারতের শাস্ত্রীয় নৃত্যের তালিকা

শাস্ত্রীয় নৃত্য উৎপত্তি নৃত্যশিল্পী
ভরতনাট্যম তামিলনাড়ু বালা সরস্বতী
লীলা স্যামসন
যামিনী কৃষ্ণমূর্তি
পদ্মা সুব্রমনিয়াম
কত্থক উত্তর প্রদেশ বিরজু মহাবাজ
দয়ামন্ত যোশী
শম্ভু মহারাজ
সিতারা দেবী
বন্দনা মঙ্গল
কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাধা রেড্ডি
সত্যনারায়ণ শর্মা
শোভা নাইডু
জি. সরলা
রাজরাম রাও
ওডিশি ওড়িশা কেলুচরন মহাপাত্র
মাধবী মৃদুগল
ইন্দ্রানী রহমান
হরেকৃষ্ণ বহেরা
কথাকলি কেরালা মুকুন্দ রাজা
গীতা গাঙ্গুলি
শান্তা রাও
উদয় শঙ্কর
কোপ্পন নায়ার
সাত্রীয়া আসাম ***
মণিপুরী মণিপুর সবিতা মেহেতা
রীতাদেবী
বিপিন সিং
চারু মাথুর
সাধনা বোস
মোহিনীয়াট্টম কেরালা কল্যাণী আন্মা
ভারতী শিবাজী
কনক রেলে
ভিথো নারায়ণ
ছৌ পূর্ব ভারত
(ওড়িশা,
ঝাড়খণ্ড,
পশ্চিমবঙ্গ)
***

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Classical Dance
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment