বিভিন্ন অভিনেতা - অভিনেত্রীর প্রথম অভিনীত চলচ্চিত্র তালিকা PDF | First Film of Indian Actors and Actresses
![]() |
বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর প্রথম অভিনীত চলচ্চিত্র |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর প্রথম অভিনীত চলচ্চিত্র তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের প্রথম সিনেমা বা ছবির একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে উত্তম কুমারের প্রথম চলচ্চিত্রের নাম কী ? অমিতাভ বচ্চন অভিনীত প্রথম সিনেমার নাম কী ? সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবি কোনটি ? প্রভৃতি প্রশ্ন এসে থাকে।
সুতরাং সময় নষ্ট না করে বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের প্রথম সিনেমার তালিকাটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
অভিনেতা ও অভিনেত্রীর প্রথম অভিনীত চলচ্চিত্র
অভিনেতা – অভিনেত্রী | প্রথম চলচ্চিত্র |
---|---|
উত্তম কুমার | মায়াডোর (অমুক্তিপ্রাপ্ত) দৃষ্টিদান (মুক্তিপ্রাপ্ত) |
প্রসেনজিৎ চ্যাটার্জী | ছোট জিজ্ঞাসা |
সৌমিত্র চট্টোপাধ্যায় | অপুর সংসার |
সুচিত্রা সেন | শেষ কোথায় (অমুক্তিপ্রাপ্ত) সাত নম্বর কয়েদী (মুক্তিপ্রাপ্ত) |
অমিতাভ বচ্চন | সাত হিন্দুস্তানি |
রজনীকান্ত | অপূর্ব রাগাঙ্গাল |
ধর্মেন্দ্র | দিল ভি তেরা হাম ভি তেরে |
দিলীপ কুমার | জোয়ার ভাটা |
মিঠুন চক্রবর্তী | মৃগয়া |
অক্ষয় কুমার | আজ |
আমির খান | কেয়ামত সে কেয়ামত তক |
সালমান খান | ম্যায়নে পিয়ার কিয়া |
শাহরুখ খান | দিওয়ানা |
অক্ষয় খান্না | হিমালয় পুত্র |
সাইফ আলি খান | পরম্পরা |
অজয় দেবগন | ফুল অউর কাঁটে |
ঋত্বিক রোশন | আশা |
মাধুরী দীক্ষিত | অবোধ |
বিপাশা বসু | আজনবি |
করিনা কাপুর | রিফিউজি |
প্রীতি জিনতা | দিল সে |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : First Film of Indian Actors and Actresses
Language : Bengali
Size : 0.6 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
Salman Khan began his acting career with a supporting role in Biwi Ho To Aisi (1988), followed by a leading role in Maine Pyar Kiya (1989)
ReplyDelete