Sunday, 7 August 2022

ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা PDF | ১৯৫২ থেকে বর্তমান

ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা PDF | List of Vice Presidents of India Bengali PDF

ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা PDF | List of Vice Presidents of India Bengali PDF
ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ১৯৫২ থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের সমস্ত উপরাষ্ট্রপতির নাম ও কার্যকাল এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে ভারতের উপরাষ্ট্ৰপতির তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতের সমস্ত উপরাষ্ট্ৰপতি তালিকা

নং উপরাষ্ট্রপতি কার্যকাল
০১ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৩ই মে ১৯৫২ - ১২ই মে ১৯৬২
০২ জাকির হুসেইন ১৩ই মে ১৯৬২ - ১২ই মে ১৯৬৭
০৩ বরাহগিরি ভেঙ্কট গিরি ১৩ই মে ১৯৬৭ - ৩রা মে ১৯৬৯
০৪ গোপাল স্বরূপ পাঠক ৩১শে আগস্ট ১৯৬৯ - ৩০শে আগস্ট ১৯৭৪
০৫ বসপ্পা ধনপ্পা জত্তী ৩১শে আগস্ট ১৯৭৪ - ৩০শে আগস্ট ১৯৭৯
০৬ মহম্মদ হিদায়তুল্লাহ ৩১শে আগস্ট ১৯৭৯ - ৩০শে আগস্ট ১৯৮৪
০৭ রামাস্বামী ভেঙ্কটরামন ৩১শে আগস্ট ১৯৮৪ - ২৪শে জুলাই ১৯৮৭
০৮ শঙ্কর দয়াল শর্মা ৩রা সেপ্টেম্বর ১৯৮৭ - ২৪শে জুলাই ১৯৯২
০৯ কে. আর. নারায়ণন ২১শে আগস্ট ১৯৯২ - ২৪শে জুলাই ১৯৯৭
১০ কৃষ্ণ কান্ত ২১শে আগস্ট ১৯৯৭ - ২৭শে জুলাই ২০০২
১১ ভৈরন সিংহ শেখাওয়াৎ ১৯শে আগস্ট ২০০২ - ২১শে জুলাই ২০০৭
১২ মহম্মদ হামিদ আনসারি ১১ই আগস্ট ২০০৭ - ১০ই আগস্ট ২০১৭
১৩ ভেঙ্কাইয়া নাইডু ১১ই আগস্ট ২০১৭ - ১০ই আগস্ট ২০২২
১৪ জগদীপ ধনখড় ১১ই আগস্ট ২০২২ - বর্তমান

উপরাষ্ট্রপতি সম্পর্কিত বিশেষ তথ্যঃ

■ ভারতের উপরাষ্ট্রপতিঃ
ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের সংবিধান অনুসারে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি। তিনি পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান।

■ নিয়োগঃ 
উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন।

■ যোগ্যতাঃ
● ভারতীয় নাগরিক হতে হবে
● কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে
● রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন

■ কার্যাবলীঃ
রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন।

■ কার্যকালঃ 
৫ বছর, তবে  নির্ধারিত কার্যকাল শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন।

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List of Vice Presidents of India
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Important Questions ::

■ ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
Ans: জগদীপ ধনখড়।

■ জগদীপ ধনখড় ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন ?
Ans: ১৪তম।

■ উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি ?
Ans: ভারতের সংবিধান অনুসারে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি। তিনি পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ।  এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন।

■ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ? 
Ans: সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

■ ভারতের উপরাষ্ট্রপতি কে কারা নির্বাচন করেন ?
Ans: উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন।

■ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে কোথায় সভাপতিত্ব করেন ?
Ans: রাজ্যসভায়।

■ উপরাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত ?
Ans: ৩৫ বছর।

■ ভারতের উপরাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ?
Ans: ইমপিচমেন্ট পদ্ধতিতে।

■ ভেঙ্কাইয়া নাইডু কততম উপরাষ্ট্রপতি ?
Ans: ১৩তম।

■ ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন ?
Ans: পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment