Breaking



Wednesday 28 June 2023

ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা PDF | List of Coal Mines in India

ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা PDF | List of Coal Mines in India Bengali PDF

ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা PDF | List of Coal Mines in India
ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন কয়লাখনি ও সেগুলির অবস্থানের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতের কয়লাখনি তালিকা

রাজ্য কয়লাখনি
পশ্চিমবঙ্গ রাণীগঞ্জ, চিনাকুড়ি
ঝাড়খণ্ড ঝরিয়া, ধানবাদ, ডালটনগঞ্জ, করণপুরা, গিরিডি, রামগড়
ওড়িশা তালচের, হিমগিরি, রামপুর
মধ্যপ্রদেশ সিংরাউলি, সোহাগপুর, জোহিলা, উমারিয়া, সাতপুরা
আসাম জয়পুর, মাকুম, নাজিরা, জাঞ্জি, লেডো
ছত্তিশগড় কোরবা, বিশরামপুর, ঝিলমিল, রায়গড়
অন্ধ্রপ্রদেশ সিংগারেনি, কাঁটাপাল্লি
মেঘালয় উমরালঙ, লাংরিন
মহারাষ্ট্র ওয়ার্ধা, কাম্পতি, বল্লারপুর

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List of Coal Mines in India
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


Important Questions ::

■ কয়লা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
Ans: চীন।

■ কয়লা উৎপাদনে ভারতের স্থান কত ?
Ans: দ্বিতীয়।

■ কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
Ans: ঝাড়খণ্ড।

■ ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি ?
Ans: রাণীগঞ্জ।

■ ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি ?
Ans: ঝরিয়া।

No comments:

Post a Comment